Mangal Gochar 2023: ১ জুলাই পর্যন্ত সব হবে মঙ্গলময়, এই ৩ রাশির ধনভাগ্য উজ্জ্বলতায় হবে সোনার সমান!

Last Updated:

মঙ্গলের এই গোচর সবার পক্ষে মঙ্গলময় নাও হতে পারে, কিন্তু ৩ রাশির পক্ষে ১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত তা শুভ ফল দেবে।

 ১ জুলাই পর্যন্ত সব হবে মঙ্গলময়, এই ৩ রাশির ধনভাগ্য উজ্জ্বলতায় হবে সোনার সমান!
১ জুলাই পর্যন্ত সব হবে মঙ্গলময়, এই ৩ রাশির ধনভাগ্য উজ্জ্বলতায় হবে সোনার সমান!
১ জুলাই পর্যন্তই বা কেন? তার পরে কেন নয়?
সহজ ভাবে বলতে গেলে ভাগ্য সর্বদা পরিবর্তনশীল, লক্ষ্মীও সদাই চঞ্চলা। অতএব, ধনভাগ্যের কথাই যদি ওঠে বিশেষ করে, তবে বলতেই হয় যে তা আজ সোনার মতো চমকালে কাল লোহার মতো মরচে পড়তেই পারে!
আর বিশদ বললে উল্লেখ করতে হয় গ্রহের গোচরের কথা- নবগ্রহের অন্যতম মঙ্গলের গোচরের কথা। তিনি সম্প্রতি প্রবেশ করেছেন কর্কট রাশিতে, ১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। ভারতীয় জ্যোতিষে মঙ্গলকে সাহস, শৌর্য, বীর্য, ভূমি, ভূমি, সম্পদ, বিবাহ এবং দুর্ঘটনারও কারক গ্রহ বলে চিহ্নিত করা হয়েছে। ফলে, মঙ্গলের এই গোচর সবার পক্ষে মঙ্গলময় নাও হতে পারে, কিন্তু এই তিন রাশির পক্ষে ১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত তা শুভ ফল দেবে।
advertisement
advertisement
মেষ- এটি মঙ্গলের নিজস্ব গ্রহ। ফলে, এই গোচরে মেষরা সৌভাগ্যবান হবেন। বলা হচ্ছে যে গোচরকালে মেষের চতুর্থ কক্ষে প্রবেশ করেছেন মঙ্গল। এই কক্ষটি মাতৃভাগ্য এবং সম্পদের সূচক। ফলে, পরিবারে সুখ বজায় থাকবে। এই সময়কালে মেষদের যানবাহন ক্রয়ের যোগ আছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সেই সূত্র ধরে ধনাগমও হবে।
advertisement
কর্কট- কর্কট রাশিতেই গোচর হয়েছে মঙ্গলের। গোচরের পরে তিনি অধিষ্ঠান করেছেন ক্ষমতা তথা প্রভাব বৃদ্ধির কক্ষে। ফলে, এই সময়কালে কর্কটদের ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে। এই সময়ে শুরু করা যে কোনও কাজ সার্থক হবে, জীবনে সাফল্য আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, উপার্জনের নতুন নতুন উৎসও তৈরি হবে।
advertisement
তুলা- মঙ্গলের এই গোচর মঙ্গলময় সাব্যস্ত হবে তুলার ক্ষেত্রেও, বিশেষ করে কর্মজীবনে সৌভাগ্যের উদয় হবে। কাজের প্রশংসা হবে, সেই সূত্রে পদোন্নতির সম্ভাবনাও আছে। তবে হ্যাঁ, উপার্জনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কাজের চাপও বাড়বে, পরিবার ও কর্মজীবনের মধ্যে তাই ভারসাম্য বজায় রেখে চলা একান্ত জরুরি।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2023: ১ জুলাই পর্যন্ত সব হবে মঙ্গলময়, এই ৩ রাশির ধনভাগ্য উজ্জ্বলতায় হবে সোনার সমান!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement