Monthly June 2023 Horoscope: রাশিফল জুন ২০২৩; দেখে নিন কেমন যাবে এই মাস

Last Updated:
Monthly Horoscope for June 2023: জন্মদিন মিলিয়ে এক ঝলকে দেখে নেওয়া যাক জুন মাস কী নির্দিষ্ট করে রেখেছে কার ভাগ্যে।
1/13
শুরু হল নতুন একটা মাস। বছরের মাঝামাঝি এসে পৌঁছেছি আমরা। জীবনের চাকা ঘুরছে, সেই সঙ্গে এক রাশি থেকে অন্যত্র ঘুরে চলেছে গ্রহ-নক্ষত্রেরা। আর তারই ফলে আমাদের ভাগ্য বদলাচ্ছে প্রতিনিয়ত। জন্মদিন মিলিয়ে এক ঝলকে দেখে নেওয়া যাক জুন মাস কী নির্দিষ্ট করে রেখেছে কার ভাগ্যে।
শুরু হল নতুন একটা মাস। বছরের মাঝামাঝি এসে পৌঁছেছি আমরা। জীবনের চাকা ঘুরছে, সেই সঙ্গে এক রাশি থেকে অন্যত্র ঘুরে চলেছে গ্রহ-নক্ষত্রেরা। আর তারই ফলে আমাদের ভাগ্য বদলাচ্ছে প্রতিনিয়ত। জন্মদিন মিলিয়ে এক ঝলকে দেখে নেওয়া যাক জুন মাস কী নির্দিষ্ট করে রেখেছে কার ভাগ্যে।
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জীবনপথে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও মোটের উপরে মাস ভাল কাটবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জীবনপথে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও মোটের উপরে মাস ভাল কাটবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
advertisement
3/13
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। কর্মক্ষেত্রে নানা বাধা তৈরি হবে, কঠিন পরিশ্রম করতে হবে, ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন চলবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। কর্মক্ষেত্রে নানা বাধা তৈরি হবে, কঠিন পরিশ্রম করতে হবে, ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন চলবে।
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০। স্বপ্ন সার্থক করার জন্য পরিশ্রম করতে হবে, খরচ বাড়লেও অর্থের জোগান চলতে থাকবে পাল্লা দিয়ে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০। স্বপ্ন সার্থক করার জন্য পরিশ্রম করতে হবে, খরচ বাড়লেও অর্থের জোগান চলতে থাকবে পাল্লা দিয়ে।
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। অতীতের কঠোর পরিশ্রমের ফল মিলতে চলেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে পদোন্নতি আসন্ন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। অতীতের কঠোর পরিশ্রমের ফল মিলতে চলেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে পদোন্নতি আসন্ন।
advertisement
6/13
 সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। পারিবারিক তরফে অশান্তির আবহ তৈরি হতে পারে, নিজেকে ঠান্ডা রেখে তার মোকাবিলা করতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। পারিবারিক তরফে অশান্তির আবহ তৈরি হতে পারে, নিজেকে ঠান্ডা রেখে তার মোকাবিলা করতে হবে।
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। স্বপ্ন পূরণের জন্য ঝুঁকি নিতে হবে, তবে একই সঙ্গে সব দিক ভাল করে খতিয়ে দেখাও দরকার!
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। স্বপ্ন পূরণের জন্য ঝুঁকি নিতে হবে, তবে একই সঙ্গে সব দিক ভাল করে খতিয়ে দেখাও দরকার!
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অর্থনৈতিক পরিকল্পনার জন্য মাসটি আদর্শ- এব্যাপারে বিশেষজ্ঞ কারও পরামর্শ নেওয়া যায়।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অর্থনৈতিক পরিকল্পনার জন্য মাসটি আদর্শ- এব্যাপারে বিশেষজ্ঞ কারও পরামর্শ নেওয়া যায়।
advertisement
9/13
 বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। টাকা-পয়সার ব্যাপারে এই মাসে বিশেষ করে সতর্ক হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম দিতে হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। টাকা-পয়সার ব্যাপারে এই মাসে বিশেষ করে সতর্ক হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম দিতে হবে।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে, যোগাযোগের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারে সাফল্য করায়ত্ত হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে, যোগাযোগের ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারে সাফল্য করায়ত্ত হবে।
advertisement
11/13
মকর:ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কাজের চাপ আপাতত বাড়তে থাকবে, সুষ্ঠু নিয়ম মেনে না চললে প্রতি পদে ভুল হওয়ার সম্ভাবনা।
মকর:ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কাজের চাপ আপাতত বাড়তে থাকবে, সুষ্ঠু নিয়ম মেনে না চললে প্রতি পদে ভুল হওয়ার সম্ভাবনা।
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কর্মক্ষেত্রে মাসটি সাফল্যদায়ক হতে চলেছে, কাছে-পিঠে ভ্রমণের যোগও রয়েছে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কর্মক্ষেত্রে মাসটি সাফল্যদায়ক হতে চলেছে, কাছে-পিঠে ভ্রমণের যোগও রয়েছে।
advertisement
13/13
 মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার ব্যাপারে এবার ভাবতে হবে, সুপরিকল্পিত বিনিয়োগ লাভদায়ক হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার ব্যাপারে এবার ভাবতে হবে, সুপরিকল্পিত বিনিয়োগ লাভদায়ক হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement