Saree Draping Artist: এক সময় শাড়ি ছিল না-পসন্দ! আজ সেই শাড়ি পরিয়েই লক্ষ লক্ষ টাকা রোজগার করেন তারকা ড্রেপিং শিল্পী ডলি!

Last Updated:
Celebrity Draping Artist Dolly Jain: এত দিনে তাঁকে সকলেই চিনে গিয়েছেন। শুধু দীপিকা, সোনম কিংবা আলিয়া নন, ডলির হাতের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠেছেন নয়নতারা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা-সহ প্রথম সারির অভিনেত্রীরা। এমনকী আম্বানি পরিবারের মহিলাদের শাড়ি পরানোর জন্যও ডাক পান ডলি।
1/6
 দীপিকা পাড়ুকোনের রিসেপশনের শাড়ি-সাজের কথা মনে আছে তো! আইভরি-গোল্ড চিকনকারি শাড়িতে যেন স্বর্গীয় রূপ ধরা পড়েছিল রণবীর ঘরণীর! আর সোনম কাপুরের সেই মেহেন্দি লুক! আইভরি লেহেঙ্গায় ফুটে উঠেছিল চিকনকারি কাজ। এর পর আলিয়া ভাটের বিয়ের সেই ছিমছাম সাজও নজর কেড়েছে ভক্তদের। প্যাস্টেল শেডের লেহেঙ্গা শাড়িতে কী অপূর্বই না দেখাচ্ছিল কাপুর পরিবারের নববধূকে! আর বলিউডের এই সব তারকা অভিনেত্রীর বিশেষ দিনের সাজ আরও সুন্দর হয়ে উঠেছিল তাঁর হাতের ছোঁয়ায়। তিনি হলেন ডলি জৈন।
দীপিকা পাড়ুকোনের রিসেপশনের শাড়ি-সাজের কথা মনে আছে তো! আইভরি-গোল্ড চিকনকারি শাড়িতে যেন স্বর্গীয় রূপ ধরা পড়েছিল রণবীর ঘরণীর! আর সোনম কাপুরের সেই মেহেন্দি লুক! আইভরি লেহেঙ্গায় ফুটে উঠেছিল চিকনকারি কাজ। এর পর আলিয়া ভাটের বিয়ের সেই ছিমছাম সাজও নজর কেড়েছে ভক্তদের। প্যাস্টেল শেডের লেহেঙ্গা শাড়িতে কী অপূর্বই না দেখাচ্ছিল কাপুর পরিবারের নববধূকে! আর বলিউডের এই সব তারকা অভিনেত্রীর বিশেষ দিনের সাজ আরও সুন্দর হয়ে উঠেছিল তাঁর হাতের ছোঁয়ায়। তিনি হলেন ডলি জৈন।
advertisement
2/6
এত দিনে তাঁকে সকলেই চিনে গিয়েছেন। শুধু দীপিকা, সোনম কিংবা আলিয়া নন, ডলির হাতের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠেছেন নয়নতারা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা-সহ প্রথম সারির অভিনেত্রীরা। এমনকী আম্বানি পরিবারের মহিলাদের শাড়ি পরানোর জন্যও ডাক পান ডলি। নীতা আম্বানি তো বটেই, তাঁর পুত্রবধূ শ্লোকা আম্বানিও ডলির ভক্ত। এমনকী আম্বানি পরিবারের হবু বধূ রাধিকা মার্চেন্টকেও বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরিয়েছেন ডলি। শুধুমাত্র শাড়ি পরিয়েই হয়ে উঠেছেন দেশের এক নম্বর ড্রেপিং আর্টিস্ট।
এত দিনে তাঁকে সকলেই চিনে গিয়েছেন। শুধু দীপিকা, সোনম কিংবা আলিয়া নন, ডলির হাতের ছোঁয়ায় সুন্দর হয়ে উঠেছেন নয়নতারা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা-সহ প্রথম সারির অভিনেত্রীরা। এমনকী আম্বানি পরিবারের মহিলাদের শাড়ি পরানোর জন্যও ডাক পান ডলি। নীতা আম্বানি তো বটেই, তাঁর পুত্রবধূ শ্লোকা আম্বানিও ডলির ভক্ত। এমনকী আম্বানি পরিবারের হবু বধূ রাধিকা মার্চেন্টকেও বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরিয়েছেন ডলি। শুধুমাত্র শাড়ি পরিয়েই হয়ে উঠেছেন দেশের এক নম্বর ড্রেপিং আর্টিস্ট।
advertisement
3/6
 মাত্র ১৮ সেকেন্ডে শাড়ি পরিয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এমনকী ৩২৫ ধরনের ভিন্ন স্টাইলেও শাড়ি পরাতে জানেন ড্রেপিং তারকা ডলি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! ডলির এই প্রতিভার খ্যাতি শুধু বলিউডেই আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে হলিউডেও।
মাত্র ১৮ সেকেন্ডে শাড়ি পরিয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এমনকী ৩২৫ ধরনের ভিন্ন স্টাইলেও শাড়ি পরাতে জানেন ড্রেপিং তারকা ডলি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! ডলির এই প্রতিভার খ্যাতি শুধু বলিউডেই আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে হলিউডেও।
advertisement
4/6
 সাম্প্রতিক অতীতে প্রকাশিত হওয়া নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের তারকা জিজি হাদিদকে শাড়ি পরানোর সুযোগ পান তিনি। এমনকী মেট গালা ২০২২-এ নাতাশা পুনাওয়ালাকে ঝলমলে গোল্ডেন শাড়ি পরিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ডলি।
সাম্প্রতিক অতীতে প্রকাশিত হওয়া নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের তারকা জিজি হাদিদকে শাড়ি পরানোর সুযোগ পান তিনি। এমনকী মেট গালা ২০২২-এ নাতাশা পুনাওয়ালাকে ঝলমলে গোল্ডেন শাড়ি পরিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ডলি।
advertisement
5/6
এই শাড়ি পরানোর পেশায় প্রচুর রোজগার করেন ডলি। শুধু শাড়ি পরানো কিংবা ওড়না সেট করার জন্য ৩৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন তিনি। এটা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, যেহেতু এই পেশায় ডলির কোনও প্রতিদ্বন্দ্বী নেই, তাই তিনি এগিয়ে যেতে পারছেন। সোশ্যাল মিডিয়াতেও শাড়ি পরার বিষয়ে হামেশাই বিভিন্ন টিপস শেয়ার করেন এই শিল্পী।
এই শাড়ি পরানোর পেশায় প্রচুর রোজগার করেন ডলি। শুধু শাড়ি পরানো কিংবা ওড়না সেট করার জন্য ৩৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন তিনি। এটা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, যেহেতু এই পেশায় ডলির কোনও প্রতিদ্বন্দ্বী নেই, তাই তিনি এগিয়ে যেতে পারছেন। সোশ্যাল মিডিয়াতেও শাড়ি পরার বিষয়ে হামেশাই বিভিন্ন টিপস শেয়ার করেন এই শিল্পী।
advertisement
6/6
 কিন্তু এই অদ্ভুত পেশা কেন আর কীভাবে বেছে নিলেন ডলি।? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে শাড়ি আজ তাঁকে রুজি-রুটি দিয়েছে, সেই শাড়িই এক সময়ে না-পসন্দ ছিল তাঁর! ডলির কথায়, “আমার এমন একটা বাড়িতে বিয়ে হয়েছিল, যেখানেই শুধুই শাড়ি পরতে হত। আর আমি শাড়ি পরতে একদম পছন্দ করতাম না। বিয়ের পরে প্রতিদিন শাড়ি পরতে আমার প্রায় ৪৫ মিনিট সময় লেগে যেত। আমি অপেক্ষা করে থাকতাম, কবে আমার শাশুড়ি মা আমায় শাড়ি ছেড়ে কুর্তি পরার অনুমতি দেবেন!” এভাবেই শাড়ি পরানোর পেশায় আসা। অবশ্য শাশুড়িকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল ডলিকে। তিনি রাজি হতেই কাজ শুরু করেন ডলি। আর এখন শাড়িই তাঁর ভালবাসা!
কিন্তু এই অদ্ভুত পেশা কেন আর কীভাবে বেছে নিলেন ডলি।? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যে শাড়ি আজ তাঁকে রুজি-রুটি দিয়েছে, সেই শাড়িই এক সময়ে না-পসন্দ ছিল তাঁর! ডলির কথায়, “আমার এমন একটা বাড়িতে বিয়ে হয়েছিল, যেখানেই শুধুই শাড়ি পরতে হত। আর আমি শাড়ি পরতে একদম পছন্দ করতাম না। বিয়ের পরে প্রতিদিন শাড়ি পরতে আমার প্রায় ৪৫ মিনিট সময় লেগে যেত। আমি অপেক্ষা করে থাকতাম, কবে আমার শাশুড়ি মা আমায় শাড়ি ছেড়ে কুর্তি পরার অনুমতি দেবেন!” এভাবেই শাড়ি পরানোর পেশায় আসা। অবশ্য শাশুড়িকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল ডলিকে। তিনি রাজি হতেই কাজ শুরু করেন ডলি। আর এখন শাড়িই তাঁর ভালবাসা!
advertisement
advertisement
advertisement