Jamaisashthi Puja Rules: এই সাদা রঙের জিনিস ৬ টা নিবেদন করুন মা ষষ্ঠীর প্রসাদে! সুখ শান্তি সৌভাগ্য টাকার প্লাবনে ভরে থাকবে মেয়ে জামাইয়ের সংসার

Last Updated:

Jamaisashthi Puja Rules:অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস।

জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ
জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ
বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় মাসের শুক্ল পক্ষে। জ্যৈষ্ঠ মাসের অরণ্যষষ্ঠী বেশি পরিচিত জামাইষষ্ঠী নামে। অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস। হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে একে ষষ্ঠীর বাটা-ও বলা হয়। কিছু পরিবারে বলা হয় ঝুড়ি। পারিবারিক রীতি মেনে বাঁশের ঝুড়ি বা কাঁসার থালা বা কাঠের পাত্রে সাজানো হয় ষষ্ঠীপুজোর ডালা। তার প্রধান উপকরণ ফল। মরশুমি নানা ফলের মধ্যে বৃন্ত-সহ করমচা ও বৃন্ত-সহ খেজুর রাখতেই হবে ডালায়। এছাড়া সিঁদুরের ফোঁটা সমেত ৬ টি কাঁঠালি কলা রাখুন ডালায়। প্রধান উপকরণের মধ্যে পড়ে ৬ টি পান, ৬ টা সুপারি। ফলের পরে ষষ্ঠীর ডালায় গুরুত্বপূর্ণ হল ক্ষীরের নাড়ু। মা ষষ্ঠীর উদ্দেশে নিবেদন করুন ৬ টি ক্ষীরের নাড়ু ও দই। অনেক বাড়িতে ক্ষীরের বিড়ালিনীও তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই জামাইষষ্ঠী! কত ক্ষণ আছে জামাই আপ্যায়নের তিথি? পুজোর ডালায় রাখতেই হবে এই ‘৩ পাতা’! নয়তো ঘোর অমঙ্গলে ছারখার সংসার!
একটি সাদা কাপড়ে তেল হলুদ লাগিয়ে নিন। তাতে জড়িয়ে রাখুন ৬ টা কচি বাঁশপাতা। নতুন তালপাতার পাখায় সিঁদুরের ফোঁটা অবশ্যই দিন। তেল হলুদ মাখানো হলুদ সুতো পুজোর পর পরিয়ে দিন সন্তান সন্ততি এবং জামাইকে। এছাড়াও ৬ টা করে হলুদ মাখানো বট, অশ্বত্থ বা পাকুড় পাতা রাখতে পারেন ষষ্ঠীর ডালায়। অনেক পরিবারে ১০৮ টা দূর্বাঘাস রাখা হয় ডালায়। আবার অনেক জায়গায় ৬০ বা ৬৩ টি দূর্বাঘাস দেওয়া হয়। এটা রাখুন পরিবারিক রীতি ও নিয়ম মেনে। এর সঙ্গে ডালায় রাখুন ধান, ফুল এবং বেলপাতা।
advertisement
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jamaisashthi Puja Rules: এই সাদা রঙের জিনিস ৬ টা নিবেদন করুন মা ষষ্ঠীর প্রসাদে! সুখ শান্তি সৌভাগ্য টাকার প্লাবনে ভরে থাকবে মেয়ে জামাইয়ের সংসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement