Jamaisashthi Astro Tips: রাত পোহালেই জামাইষষ্ঠী! কত ক্ষণ আছে জামাই আপ্যায়নের তিথি? পুজোর ডালায় রাখতেই হবে এই ‘৩ পাতা’! নয়তো ঘোর অমঙ্গলে ছারখার সংসার!

Last Updated:

Jamaisashthi Astro Tips:বাঙালি বাড়িতে ১২ মাসে ১৩ ষষ্ঠী। এর মধ্যে জ্যৈষ্ঠমাসে পালিত হয় অরণ্যষষ্ঠী। এই ব্রত বেশি প্রচলিত জামাইষষ্ঠী নামে। যে কোনও ষষ্ঠীপুজোয় গুরুত্বপূর্ণ হল পুজোর ডালি সাজিয়ে তোলা।

বাঙালি বাড়িতে ১২ মাসে ১৩ ষষ্ঠী
বাঙালি বাড়িতে ১২ মাসে ১৩ ষষ্ঠী
জামাইষষ্ঠীর আনন্দ এ বার বেড়ে গিয়েছে কয়েক গুণ৷ কারণ এই পার্বণের তিথি এ বার পড়েছে রবিবার৷ ১ জুন তারিখে পালিত হবে এই আন্তরিক পার্বণ৷ মূলত মেয়ে জামাইয়ের জন্য আয়োজিত হলেও এই তিথিতে মঙ্গলকামনা করা হয় পরিবারের সব সন্তানাদির৷ পোশাকি নাম অরণ্যষষ্ঠী হলেও এই তিথি পরিচিত হয়ে আছে জামাইষষ্ঠী নামে৷ শনিবার রাত ৮.১৬ মিনিটেই শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথি৷ থাকবে রবিবার সন্ধ্যা ৭.৫৯ পর্যন্ত৷ সূর্যোদয়ের তিথি অনুযায়ী জামাইষষ্ঠী পালিত হবে রবিবারই৷
আপ্যায়নের সঙ্গে থাকে ষষ্ঠীদেবীর পুজোর নিয়ম এবং আচার আচরণও। বাঙালি বাড়িতে ১২ মাসে ১৩ ষষ্ঠী। এর মধ্যে জ্যৈষ্ঠমাসে পালিত হয় অরণ্যষষ্ঠী। এই ব্রত বেশি প্রচলিত জামাইষষ্ঠী নামে। যে কোনও ষষ্ঠীপুজোয় গুরুত্বপূর্ণ হল পুজোর ডালি সাজিয়ে তোলা। অরণ্যষষ্ঠীতে পুজোর ডালায় কাঁঠালপাতার উপর সাজিয়ে দিন বিজোড় সংখ্যক ৫,৭ বা ৯ রকম মরশুমি ফল। বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা। অনেক পরিবারে বটপাতা, জামপাতাও রাখা হয় পুজোর ডালায়। এই ফলের মধ্যে একটি হতেই হবে একছড়া করমচা। এবং ১০৮ গাছা দূর্বাঘাস। কিছু পরিবারে ৬০ গাছা দূর্বাও রাখা হয়।
advertisement
জামাইষষ্ঠীর দিন ভোরে স্নান সেরে নিন শাশুড়ি মায়েরা। তার পর ঘটস্থাপন করুন। ঘটে দিন সিঁদুর লাগানো আম্রপল্লব। আমের পাতা থাকতে হবে বিজোড় সংখ্যায়। জামাইষষ্ঠীতে অপরিহার্য তালপাতার পাখা। একটি সুতোয় সরষের তেল ও হলুদ লাগিয়ে তাতে ফুল বেলপাতা বেঁধে দিন। সেই সুতো মেয়ে, জামাই ও নাতি নাতনিদের হাতে বেঁধে দেন শাশুড়িমা। মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডানহাতে বাঁধা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : গরমকালে ডিম খেলেই কি বদ কোলেস্টেরল বাড়বে হু হু করে? বারোটা বাজবে শরীরের? গরমে ডিম খেলে কতটা ক্ষতি? জানুন
তার আগে এই পুজোর থালি পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর থানে। তার পর ব্রতকথা পাঠ, হাতে সুতো বাঁধা হয়। তালপাতার পাখায় ভেজা দূর্বাঘাস নিয়ে বাতাস করা হয় মঙ্গলকামনায়। ষষ্ঠীর ব্রত যাঁরা পালন করেন, তাঁরা সাধারণত সাত্ত্বিক আহারে উপবাস ভঙ্গ করেন। তাই অনেক পরিবারে জামাইষষ্ঠীর ভূরিভোজের আয়োজন করা হয় অন্য কোনও দিন।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jamaisashthi Astro Tips: রাত পোহালেই জামাইষষ্ঠী! কত ক্ষণ আছে জামাই আপ্যায়নের তিথি? পুজোর ডালায় রাখতেই হবে এই ‘৩ পাতা’! নয়তো ঘোর অমঙ্গলে ছারখার সংসার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement