BoumaSashthi Celebration: জামাইষষ্ঠীর আগেই শহরে বউমাষষ্ঠীর এলাহি আয়োজন! কী হল দেখুন

Last Updated:

BoumaSashthi Celebration:শহরের একটি কমিউনিটি হলে আয়োজিত হল "বউমা ষষ্ঠী"। যেখানে ১১২ জন শ্বশুর নিজের বউমাকে বরণ করে নিলেন নিয়ম নিষ্ঠা সহকারে পূর্ণ মর্যাদায়।

+
বৌমা

বৌমা ষষ্ঠী

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: জামাইষষ্ঠীর আগেই শহরে পালন করা হল বউমা ষষ্ঠী! বউমাদের বরণ করে উপহার তুলে দিলেন শ্বশুরমশাইরা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী। তবে প্রচলিত এই ধারাকে সরিয়ে রেখে, জামাইষষ্ঠীর ঠিক আগে শহরের এক অভিজাত বস্ত্র বিপণি সংস্থা নিল এই ব্যতিক্রমী উদ্যোগ। শহরের একটি কমিউনিটি হলে আয়োজিত হল “বউমা ষষ্ঠী”। যেখানে ১১২ জন শ্বশুর নিজের বউমাকে বরণ করে নিলেন নিয়ম নিষ্ঠা সহকারে পূর্ণ মর্যাদায়।
বউমা নয়, বাড়ির মেয়ে রূপেই বউমাদের গ্রহণ করুক সমাজ তথা শ্বশুরবাড়ি-এই বার্তা সামনে রেখেই এমন অভিনব উদ্যোগ বলে জানা গেল উদ্যোক্তাদের তরফে। তাই ‘জামাই ষষ্ঠী’ যেমন ঘরে ঘরে পালিত হয়, তেমনই এবার থেকে হোক বৌমা ষষ্ঠীও-সেই দাবিও তুলে ধরা হল বিবাহিত মহিলাদের বিশেষ সম্মান দিতে। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজ বদলালেও, নানা সময় দেখা যায় বাড়ির গৃহবধূদের প্রতি শ্বশুর শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যের খারাপ দৃষ্টিভঙ্গির নজির।
advertisement
আরও পড়ুন : বাবা ক্যানসার রোগী,মা সেলাইকর্মী…ছেলে উচ্চ মাধ্যমিকে ৯৩.৪%! ডাক্তার হওয়ার স্বপ্নে অবিচল অভাবী সাগর
নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির বদল ঘটাতেই এমন অভিনব উদ্যোগ বলেই জানালেন সংস্থার দায়িত্বে থাকা তরুণকান্তি বারিক। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে বউমারা তাদের শ্বশুর মশাইদের সঙ্গে করে নিয়ে আসেন অনুষ্ঠানে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা ও রীতি মেনে বউমাদের আসনে বসিয়ে ষষ্ঠীর পাখার বাতাস দিয়ে বরণ করে নিতেও দেখা যায় শ্বশুর মশাইদের। উপহার স্বরূপ হাতে তুলে দেওয়া হয় শাড়িও। ভুরিভোজেরও এলাহি আয়োজন ছিল অনুষ্ঠানে। আমন্ত্রিতরাও এমন বউমা ষষ্ঠী উদযাপন করতে পেরে আনন্দিত বলেই জানালেন। তবে এদিনের এই ব্যতিক্রমী উদ্যোগই যেন বলে দেয় প্রকৃত পরিবার গড়ে ওঠে বাড়ির মহিলাদের ভালবাসা ও সম্মান দেওয়ার মধ্যে দিয়েই।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
BoumaSashthi Celebration: জামাইষষ্ঠীর আগেই শহরে বউমাষষ্ঠীর এলাহি আয়োজন! কী হল দেখুন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement