Numerology Special Article: Y বা Z দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি Y অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
advertisement
- নামের আদ্যাক্ষর Y হলে জাতক-জাতিকা আত্মমগ্ন স্বভাবের হন, নিজের কাজকর্ম এবং জগত নিয়েই মেতে থাকেন।
advertisement
- এঁদের জীবনের উদ্দেশ্য সাধারণত একমুখী হয়, সেই লক্ষ্যেই এঁরা পরিশ্রম করে চলেন।
শুভ রঙ- হলুদ। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
শুভ বার- সোমবার
শুভ সংখ্যা- ৭
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- প্রতি সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।
advertisement
- বছরে একবার হলেও কেতু গ্রহের পূজা করতে হবে।
- ঘরের উত্তর দিকের দেওয়ালে ১১টি শৃঙ্খলাযুক্ত একটি উইন্ড চাইম রাখতে হবে।
- প্রত্যেক দিন মৌরি খেতে হবে।
- তামা বা পিতল দিয়ে তৈরি একটি ৭ সংখ্যা ব্যাগে রাখতে হবে।
- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।
আর যদি নাম শুরু হয় ইংরেজি Z আদ্যক্ষর দিয়ে?
advertisement
- Z আদ্যক্ষরের জাতক-জাতিকারা সাধারণত অভিযানপ্রিয় এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন।
- মাঝে মাঝে এঁরা অন্যের পক্ষে বিপজ্জনক সাব্যস্ত হতে পারেন।
- প্রতিশোধস্পৃহা এঁরা চরিতার্থ করেই ক্ষান্ত হন।
- রেগে গেলে এঁদের হিতাহিত জ্ঞান থাকে না।
- দুঃসাহসিকতা এঁদের স্বভাবজাত।
শুভ রঙ- সি গ্রিন, গ্রে। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
advertisement
শুভ বার- শুক্র এবং শনিবার
শুভ সংখ্যা- ৫, ৬
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- পশুদের স্নেহ করতে হবে এবং তাদের খাবার খাওয়াতে হবে।
- ঘুম ভাঙলেই চাদর/কম্বল ভাঁজ করে রাখতে হবে।
- বছরে অন্তত একবার শনিদেবের পূজা করতে হবে।
- বয়স্ক ব্যক্তি এবং পরিচারকদের সম্মান করতে হবে।
- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 9:25 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: Y বা Z দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!