অটল পেনশন যোজনায় কীভাবে জমা রাখবেন টাকা! রিটার্ন কত? জেনে নিন
Last Updated:
Atal Pension yojana: এই প্রকল্পে বিনিয়োগ করলে মেলে নিশ্চিত রিটার্ন। অবসরের পর বিরাট সুবিধা।
শিলিগুড়ি : শিলিগুড়িতে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ও পেনশন ফান্ড ডেলেটরি অথরিটির যৌথ উদোগে প্রধান মন্ত্রী অটল পেনশন যোজনার উপর একটি টাউন হল আলোচনা ও সম্বর্ধনা সভা আয়োজিত হল।
এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রখেন বাঙ্কের চেয়ারম্যান ডি. এস. রঠৌর।অটল পেনশন যোজনার সুযোগ সুবিধা সমূহ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উত্তরবঙ্গে এই স্কিমের অগ্রগতির পিছনে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকার অন্যতম বলে জানান চেয়ারম্যানডি. এস. রঠৌর।
জানা গিয়েছে, এই প্রকল্পে বিনিয়োগ করলে মেলে নিশ্চিত রিটার্ন। এই প্রকল্পের লক্ষ্য, অবসরের পর অসংগঠিত ক্ষেত্রের সকল শ্রমিক যাতে নিশ্চিত রোজগারের সুবিধা পান।
advertisement
advertisement
আরও পড়ুন- একটুকু জমিতে এত চাষ! স্বল্প ব্যয়ে অ্যাকাউন্টে ঢুকছে লাখ টাকা, কুলতলিতে ম্যাজিক
এই স্কিমের অধীনে ন্যূনতম ১০০০টাকা পেনশন পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে ২০০০, ৩০০০, ৪০০০বা সর্বোচ্চ ৫০০০টাকা পেনশনের জন্য বিনিয়োগ করতে পারেন।
মনে রাখবেন, আপনার নির্বাচিত পেনশনের উপর বিনিয়োগের অঙ্ক নির্ভর করবে।মনে রাখবেন, এই পেনশন স্কিমে বিনিয়োগের সময় মাসিক কিস্তির অঙ্ক আপনার বয়সের উপর নির্ভর করবে। ১৮থেকে ৪০বছর বয়স পর্যন্ত এই স্কিমে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যায়।
advertisement
জানা গিয়েছে, ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর আপনি অটল পেনশন যোজনায় নিজের অবদান রাখতে পারেন।
আরও পড়ুন- আপনিও কোটি কোটি টাকা কামান চায়ের দোকান দিয়েই, দেখে নিন ব্যবসার সাতসতেরো!
এছাড়াও মাসের নির্দিষ্ট কোনও তারিখে আপনি মাসিক হিসাবে টাকা দিতে পারেন। একই রকমভাবে ত্রৈমাসিক বা ছয় মাস অন্তরও আপনি এই বিনিয়োগের টাকা দিতে পারেন। মনে রাখবেন, ৬০বছরের পর থেকেই আপনি পেনশন পাবেন। প্রসঙ্গত, প্রয়োজনে বিনিয়োগকারীরা এই প্রকল্প থেকে বেরিয়েও আসতে পারেন।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 11:27 PM IST