এমবিএ চাওয়ালার মতো আপনিও কোটি কোটি টাকা কামান চায়ের দোকান দিয়েই, দেখে নিন ব্যবসার সাতসতেরো!

Last Updated:

চায়ের ব্যবসা মার যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। শুধু গুছিয়ে করতে হবে। তাহলে চায়ের দোকান দিতে কী করতে হবে?

কলকাতা: ‘পড়াশোনা না করলে চায়ের দোকানে লাগিয়ে দেব’। ছোটবেলায় এমন ‘হুমকি’ প্রায় সবাইকেই শুনতে হয়েছে। কিন্তু চায়ের দোকানের কাজ কি খুব খারাপ? টাকা-পয়সা রোজগার হয় না? এই মিথও ভেঙে দিয়েছেন এমবিএ চা য়ালা। শুধু চায়ের দোকান থেকেই কোটি কোটি টাকা রোজগার তাঁর। আর দার্জিলিং কিংবা অসম টি-র জন্য যে দেশের জগৎজোড়া খ্যাতি সেই দেশের মানুষ যে স্বভাবে চা-প্রেমী সে কথা বলাই বাহুল্য। তাই চায়ের ব্যবসা মার যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। শুধু গুছিয়ে করতে হবে। তাহলে চায়ের দোকান দিতে কী করতে হবে?
মার্কেট রিসার্চ: যে কোনও ব্যবসার ক্ষেত্রেই মার্কেট রিসার্চ গুরুত্বপূর্ণ। চায়ের ব্যবসাও আলাদা নয়। আসল কথা হল প্রয়োজনীয়তা বোঝা। কোথায় চায়ের নিয়মিত চাহিদা থাকবে? যেমন হাসপাতাল, আদালত, এমএনসি, রেলস্টেশন ইত্যাদি। দ্বিতীয়ত যে এলাকায় কেউ ব্যবসা শুরু করতে চায় সেখানকার বাজার বিশ্লেষণও করতে হবে। এবং সেই এলাকার মানুষ ঠিক কেমন চা পছন্দ করে সেটাও সমীক্ষা করে দেখে নিতে হবে।
advertisement
advertisement
ভাল পরিকল্পনা: পরবর্তী পদক্ষেপ হল সঠিক পরিকল্পনা করা। প্রথমত বাজেট অনুযায়ী সেটআপ তৈরি। এবং দ্বিতীয়ত চায়ের দোকানে কোন কোন পণ্য বিক্রি করা হবে সেটা ঠিক করা। যেমন চা, কফি, বিস্কুট ইত্যদি। এবার চায়ের দাম। গ্লাসে, ভাঁড়ে না কি কাপে। আকার অনুযায়ী দাম ঠিক হবে।
advertisement
পণ্যের উন্নতি: মানুষ প্রতিদিন চা পান করে। তাই চায়ের স্বাদ এবং মানের উপর অনেককিছু নির্ভর করবে। স্বাদ বাড়াতে চায়ের অতিরিক্ত কিছু যোগ করা যায়। অভিনবত্ব আনা যায় পরিবেশনে।
ঋণ: চায়ের ব্যবসা শুরুর জন্য পর্যাপ্ত মূলধন না থাকলে ব্যবসায়িক পরিকল্পনা এবং মডেল নিয়ে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া যায়। মডেল পছন্দ না হলে তাঁরা ঋণ দিতে পারেন। এই ধরণের ঋণে সাধারণত জামানত লাগে। ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরও দেখা হয়। ভারত সরকার বিভিন্ন ব্যবসা শুরু করার জন্য ঋণ দিচ্ছে। সেখানেও আবেদন করা যেতে পারে।
advertisement
রেজিস্ট্রেশন এবং লাইসেন্স: প্রতিটা ব্যবসার রেজিস্ট্রেশন করাতে হয়। লাইসেন্সও গুরুত্বপূর্ণ। একক মালিকানা, অংশীদারিত্ব, কোম্পানি ইত্যাদির মতো বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেলের জন্য লাইসেন্সের শর্ত আলাদা। এর সঙ্গে রাজ্য সরকারের ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া লাইসেন্স করানোও বাধ্যতামূলক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এমবিএ চাওয়ালার মতো আপনিও কোটি কোটি টাকা কামান চায়ের দোকান দিয়েই, দেখে নিন ব্যবসার সাতসতেরো!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement