Twitter India: ৯০ শতাংশ কর্মীরই চাকরি গেছে, তালা ঝুলল ট্যুইটারের দিল্লি-মুম্বইয়ের অফিসে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সূত্রের খবর, ভারতের রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ২টি অফিস ছিল মুম্বইয়ে। এই দুই অফিসেই তালা পড়েছে।
নয়াদিল্লি: ভারতে থাকা তিন অফিসের মধ্যে ২ টোই বন্ধ করে দিল ট্যুইটার। খরচ সংকোচনে এবার নতুন পদক্ষেপ এলন মাস্কের। কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ।
সোশ্যাল মিডিয়া জায়েন্ট ট্যুইটারের দাবি, বিশ্বজুড়েই বাণিজ্যিক মন্দার মুখে পড়েছে তারা। দায়িত্ব নিয়েই খরচ কমাতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছেন সংস্থার মালিক এলন মাস্ক।
সেই ছাঁটাইয়ের আঁচ পড়েছিল ভারতেও। ভারতে মেরকেটে ২০০ জন কর্মী ছিল ট্যুইটারের। তাঁদের মধ্যে ৯০ শতাংশকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। বাকি যে কজন রয়েছেন, তাঁদের বেঙ্গালুরুর অফিস থেকে কাজ করতে বলা হয়েছে। যাঁরা সেটা পারছেন না, তাঁদের দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের অপশন।
advertisement
advertisement
আরও পড়ুন, ন্যাশনাল পেনশন স্কিমে কাউকে নমিনি না করেই মারা গিয়েছেন বিনিয়োগকারী, এখন কী হবে?
সূত্রের খবর, ভারতের রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ২টি অফিস ছিল মুম্বইয়ে। এই দুই অফিসেই তালা পড়েছে।
শুধুমাত্র ট্যুইটারই নয়, বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করেছে ফেসবুক, গুগল-ও। কিন্তু, এখন যে সমস্ত দেশ ট্যুইটার, ফেসবুক, গুগলের ব্যবসা টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম হল ভারত। কিন্তু, তা-ও এই কর্মীসংকোচনের হাত থেকে রেহাই পাননি ভারতীয়রা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
February 17, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Twitter India: ৯০ শতাংশ কর্মীরই চাকরি গেছে, তালা ঝুলল ট্যুইটারের দিল্লি-মুম্বইয়ের অফিসে