জন্ম সংখ্যা ১! সিঙ্গলরা মনের মানুষ খুঁজে পাবেন ২০২৩-এর নভেম্বর মাসে

Last Updated:

সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী, ১ সংখ্যার জাতক-জাতিকা অসীম শক্তিতে পূ্র্ণ এবং ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। ঠিক সূর্যের মতো।

#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
সেই অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের জন্ম ১, ১০, ১৯, ২৮ তারিখে তাঁদের সংখ্যা ১ হবে। এই জাতকের আগামী ২০২৩ সাল কেমন যাবে দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
১ সংখ্যাটি সূর্যের প্রতিনিধিত্ব করে—
সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী, ১ সংখ্যার জাতক-জাতিকা অসীম শক্তিতে পূ্র্ণ এবং ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। ঠিক সূর্যের মতো।
advertisement
এঁদের অনেক গঠনমূলক গুণাবলী থাকে। চমৎকার পরিচালন ক্ষমতা, জ্ঞান এবং যুঝে নেওয়ার ক্ষমতা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কাজ করে থাকেন। তবে এই সব মানুষের মধ্যে যদি নেতিবাচকতা থাকে, তা হলে তাঁরা অন্যদের নিচে টানতে শুরু করেন। সামগ্রিক ভাবে ১ একটি সৌভাগ্যের সংখ্যা। তবে অনেক সময়ই জাতক-জাতিকার একগুঁয়ে, কঠোর মনোভাব জীবন উপভোগে বাধা দেয়। এঁরা সহজেই উত্তেজিত হয়ে যান। তবে মনে রাখতে হবে যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকাই সাফল্যের পথ।
advertisement
কেমন যাবে ২০২৩ সাল?
১ সংখ্যার জাতকদের জন্য আগামী বছর ভাল ফল দিতে চলেছে। তবে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। উত্থান-পতন, ভুল বোঝাবুঝির মধ্যে দিয়েই এগিয়ে চলতে হবে লক্ষ্য স্থির রেখে।
কেরিয়ার এবং অর্থ:
আগামী বছর ১ সংখ্যার জাতক-জাতিকাদের কেরিয়ার এবং আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নিজের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখী হওয়ার সম্ভাবনা অবশ্য রয়েছে। সে ক্ষেত্রে আপস মীমাংসা সম্ভব। বছরের দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আরও বেশি প্রচেষ্টা করতে হবে। কোনও প্রকল্পের কাজ শুরু হতে পারে মার্চ মাসে। জুন ও তৎ-পরবর্তী মাসে ফল মিলতে পারে।
advertisement
খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আয় ব্যয়ের হিসেব রাখতে হবে। সমস্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার। ব্যপক বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। সামাজিক বা কর্মক্ষেত্রে কেউ নিচে টেনে নামানোর চেষ্টা করতে পারে। যতটা সম্ভব ধৈর্যশীল থাকতে হবে। ছোটখাটো উত্থান-পতন আছে। তাই পদক্ষেপ করার আগে তা বিবেচনা করে নিতে হবে।
advertisement
এটি সমস্ত শিক্ষার্থীদের জন্য সেরা বছর। শিক্ষার্থীরা যা ইচ্ছা তা অর্জন করতে সক্ষম হবেন। তবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং খারাপ সঙ্গ এড়াতে হবে।
প্রেম, সম্পর্ক এবং বিবাহ:
২০২৩ সালটি ১ সংখ্যার জাতক-জাতিকার প্রেম এবং সম্পর্কের জন্য সুখের হদিশ দিতে পারে। সঙ্গীকে যতটা সম্ভব বেশি সময় দিতে হবে। বছরের মাঝামাঝি ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। সমস্ত তথ্য না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছান ঠিক হবে না।
advertisement
যাঁরা সঙ্গী খুঁজছেন তাঁরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে চমৎকার সাফল্য পেতে পারেন।
প্রতিকার:
একটি সমৃদ্ধ বছরের জন্য ১ সংখ্যার জাতক-জাতিকারা ডাত হাতের কবজিতে একটি কমলা সুতো পরতে পারেন।
ভগবান সূর্যকে জল নিবেদন করুন।
শুভ রং: হলুদ ও জাফরান
শুভ সংখ্যা: ১ ও ৯
সৌভাগ্যের দিক: পূর্ব
শুভ দিন: রবি ও বৃহস্পতিবার
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
জন্ম সংখ্যা ১! সিঙ্গলরা মনের মানুষ খুঁজে পাবেন ২০২৩-এর নভেম্বর মাসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement