Horoscopes: রাশিফল ২১ অগাস্ট: দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Anulekha Kar
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান রত্ন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
বিরক্তি বোধ হতে পারে। এর ফলে অন্যরাও প্রভাবিত হবেন। তবে যেকোনও পরিস্থিতিতে সততা বিসর্জন দেওয়া উচিত হবে না।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
অপরিকল্পিত দুঃসাহসিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ কারও সঙ্গে মতভেদ দূর হতে পারে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নিজের প্রতি নিজেকে সৎ থাকতে হবে। অন্যের জন্য নিজের সমস্ত ইচ্ছা বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
advertisement
নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে এই সময়। প্রতিশ্রুতি পূরণ করাও সম্ভব হবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
এমন কোনও মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যাঁরা মুখোশধারী। তাই সতর্ক থাকতে হবে। যেকোনও পদক্ষেপের আগে ভাবনাচিন্তা করতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
advertisement
যেকোনও বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করার মতো সাহস অর্জন করা সম্ভব হবে। দুর্ঘটনা বা আঘাত এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
মনের কথা বলার মতো মানুষ পাওয়া সম্ভব হবে। নিজের পর্যবেক্ষণ শক্তি কাজে লাগিয়ে অন্যদের থেকে অনেক কিছু শেখা সম্ভব হবে।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
advertisement
কাজের প্রশংসা পাওয়া যেতে পারে। যেকোনও সিদ্ধান্ত কার্যকর করার আগে তা পুনর্মূল্যায়ন করা জরুরি।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
অতীতের কোনও ভুল স্বীকার করার এটাই সময়। এর ফলে নিজের মনের মধ্যে চেপে থাকা গ্লানি দূর করে ফেলা সম্ভব হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
advertisement
কোনও সমস্যা সমাধানের জন্য তাড়াহুড়ো করা ঠিক নয়। ধৈর্য ধরতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
অভিযোগ না করে নিজের কাজ শেষ করার দিকে মন দিতে হবে। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি মুক্তি মিলবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করা সম্ভব হবে। কঠোর শারীরিক পরিশ্রম করতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 20, 2023 7:02 PM IST












