#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 7 June 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। পরিচিতদের সঙ্গে কথা বলার সময়ে একটু বিনয়ী হওয়ার চেষ্টা করুন। আপনার শরীর আপাতত ভালো থাকলেও আপনি মানসিক চাপে রয়েছেন। সঙ্গীর সঙ্গে আজ খিটিমিটি বাধতে পারে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা থেকে আপনি সম্পর্ককে নতুন আলোয় দেখতে পারবেন। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে কথা বলার সময়ে সাবধান! তর্কাতর্কি হতে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সামান্য শারীরিক সময় জেরবার হতে পারেন আজ। আপনি বর্তমানে সম্পর্ক এবং পার্টনারকে নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছেন। আপনার আত্মবিশ্বাসী স্বভাব আপনাকে যে কোনও ইন্টারভিউতে উত্তীর্ণ হতে সাহায্য করবে।
আরও পড়ুন-রোয়িং রেসকিউ বোট ফিরছে রবীন্দ্র সরোবরে, আজই শহরের ক্লাবগুলোকে চূড়ান্ত গাইডলাইন দিতে চলেছে কলকাতা পুলিশকর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রে কেউ অসুস্থ হয়ে থাকলে তাঁর থেকে দূরত্ব রক্ষা করুন। নিজের মেজাজ সংযত রাখুন, নয় তো আপনি কাছের মানুষের ওপর মেজাজ হারিয়ে ফেলবেন। কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন ঘটতে চলেছে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সামান্য হলেও আপনার শারীরিক অসুস্থতা আপনাকে নানা ভাবে উত্যক্ত করবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কাছের মানুষের পরামর্শ নেওয়া যেতে পারে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের চারপাশের সব কিছু পরিবর্তন করার প্রবণতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ ধীর গতিতে চলবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনি দীর্ঘদিন ধরেই শরীরকে অবহেলা করেছেন, এবার তার ফল ফলতে চলেছে। অল্প পরিচিত কোনও সম্পর্ক থেকেই আপনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনিয়োগের জন্য আজকের দিনটি সেরা।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ আপনার এনার্জি তুঙ্গে থাকবে। পার্টনারকে বোঝার জন্য আপনি নিজেকেই প্রশ্ন করতে পারেন। কাজের ক্ষেত্রে হতাশা এবং কঠোর পরিশ্রম দুটোই থাকবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অজানা বিষয়ের মুখোমুখি হয়ে আপনি অস্বস্তি বোধ করবেন। ভ্রমণের সুযোগ পেলে অনায়াসেই সদ্বব্যবহার করতে পারেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনার শরীর যেমনই থাকুক, আপনি আজ নিজের প্যাশনকেই ফলো করবেন। পার্টনারের থেকে ভাল কোনও খবর পেতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে। পার্টনারকে কোনও সারপ্রাইজ দিয়ে খুশি করতে পারেন। অফিস রোম্যান্সের ফাঁদে পা দিতে পারেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনাকে পছন্দ করেন এমন মানুষকে সঙ্গ দিতে চলেছেন। কর্মসংক্রান্ত বিষয়ে শীঘ্রই খুব ভাল খবর পেতে চলেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today