Horoscope Today: রাশিফল ৪ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 4 January 2022 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ৪ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ৪ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জটিল পরিস্থিতিতে চুপ না করে প্রতিবাদ করা উচিত হবে আজ, সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অপরিচিত ব্যক্তির পরামর্শও আজ কাজে আসতে পারে, তাই আজ চোখ-কান খোলা রাখতে হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অতীত সমস্যার মোকাবিলার উপায় আজ মিলবে, একই সঙ্গে ফেলে রাখা কাজে এবার হাত দিতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২০। আজ নাম-যশ বৃদ্ধি পাবে, যুক্তির বদলে মনের কথা শুনলে আর্থিক সাফল্য লাভ হতে পারে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অপ্রত্যাশিত সমস্যা কাজের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে, এক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সামান্য পরিশ্রমেই আজ কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, পুরনো বিবাদের রায় আজ অনুকূলে আসবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দীর্ঘ দিনের সমস্যার জট এবার কেটে যাবে, জীবনকে নতুন ভাবে গুছিয়ে নেওয়া সহজ হবে আজ।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ ধৈর্যের অভাব হবে, যাতায়াতে সমস্যা হবে, সেই মতো নিজেকে প্রস্তুত এবং শান্ত রাখুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের দিন সমস্যাবহুল হবে, কাউকে বিশ্বাস করতে পারবেন না, তবে দিনান্তে সুসংবাদ মিলবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ, ভালোবাসার মানুষ মিলতে পারে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ যুক্তিবোধের অভাব দেখা দেবে, তাই তর্ক-বিতর্কে না জড়ানোটাই মঙ্গল হবে সব দিক থেকে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। অন্যদের সাহায্য করাই উচিত, তবে আজ উত্তেজিত না হয়ে যথাসম্ভব নিরপেক্ষ থেকে তা করলে মঙ্গল হবে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ৪ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement