কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
শেষ পর্যন্ত লড়াই করতে হবে। হাল ছাড়লে চলবে না। যে কোনও সমস্যার মূলটি খুঁজে বের করতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
জীবনে এমন পরিস্থিতি আসতে চলেছে যেখানে খুব বেশি সক্রিয়তা দেখাতে হবে। পরিস্থিতি কঠিন মনে হলেও সমাধানের পথ হাতেই রয়েছে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নিজের মধ্যে রসিকতার বোধ হারালে চলবে না, এতে মনের মধ্যে চাপ কম থাকে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানো দরকার।
আরও পড়ুন-শুক্রের গোচর! দুঃখ ঘুচতে চলেছে এই পাঁচ রাশির
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
চাকুরি ক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়া সম্ভব হবে। প্রশংসাও মিলবে। নিজের সৃজনশীলতার প্রকাশ করতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সুযোগ আসবে, তবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আত্মবিশ্বাসের সঙ্গে বিবেচনা করে কাজ করতে হবে। ভাগ্যের উপর সব ছেড়ে দিলে হবে না।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অনমনীয় মনোভাবের কারণে পরিবার এবং কর্মক্ষেত্রে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যের কথাও খোলা মনে শোনা দরকার।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কাউকে দামি কোনও উপহার দিয়ে প্রশংসা পাওয়া যেতে পারে। কিন্তু অপ্রয়োজনীয় খরচের দিকে নজর দিতে হবে, রাশ টানতে হবে।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্যকে মুগ্ধ করা সম্ভব হবে। সে সুযোগ কাজেও লাগাতে হবে। কোনও অপ্রত্যাশিত সংবাদ আসতে পারে, প্রস্তুত থাকতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কোনও বন্ধু তাঁর গোপন কথা প্রকাশ করলে তা মন দিয়ে শুনে সুপরামর্শ দেওয়াই ভাল।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আনন্দদায়ক ঘটনায় মন প্রফুল্ল হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার ফল মিলতে চলেছে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আটকে থাকা কাজ শেষ করে ফেলতে হবে। নিজের দায়িত্ব এবং প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজের বিচারবুদ্ধি এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির কারণে সকলের প্রশংসা মিলতে পারে। কোনও অপ্রত্যাশিত সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today