কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র শুক্র গ্রহকে পার্থিব সুখ, লাভ ও বিলাসিতার কারক বলে মনে করা হয়। ডিসেম্বর মাসের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র। আগামী ৫ ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। এতদিন বৃশ্চিক রাশিতে একত্রে অবস্থান করছিল সূর্য, বুধ এবং শুক্র। ডিসেম্বরে সেই যৌথ অবস্থানও ভঙ্গ হতে চলেছে। এর প্রভাব পড়তে চলেছে রাশি চক্রের সমস্ত রাশির জাতক জাতিকার উপর। ডিসেম্বরের শুক্র গোচরে লাভ হতে চলেছে কোন কোন রাশির, দেখে নেওয়া যাক এক নজরে ৷
মেষ রাশি: শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য সৌভাগ্য ও ধন লাভের পথ প্রশস্ত করতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভাল অগ্রগতি সম্ভব হতে পারে। বড় পদোন্নতি যোগ রয়েছে। ব্যবসায়িক দিকেও শুভ দিক বজায় থাকবে। বৈবাহিক জীবন সুখে পরিপূর্ণ হতে পারে। বাড়িতে বড় কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
সিংহ রাশি: ডিসেম্বরের শুক্রের রাশি পরিবর্তনের পর সিংহ রাশির পঞ্চম ঘরে শুভ লক্ষণ দেখা দেবে। সিংহ রাশির জাতক জাতিকা কোনও বড় খুশির খবর পেতে পারেন। যদি পরিবর্তন কেউ কর্মক্ষেত্র পরিবর্তন করতে চান, তা হলে এটাই সেরা সময় হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মান-সম্মান পাওয়াও সম্ভব হবে।
বৃশ্চিক রাশি: গোচরের পরে শুক্র গ্রহ বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। আর এই কারণে এই রাশির জাতক জাতিকারা সমস্ত রকম পার্থিব সুখ, সুবিধা এবং সকল প্রকারের বিলাসিতা উপভোগ করতে পারবেন। এ সময় নতুন কোনও বিনিয়োগও লাভদায়ক হতে পারে বলে মনে করছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র।
আরও পড়ুন- আগে দলীয় কার্যালয় থেকে সরকার চলত, এখন চলে মহাকরণ থেকে: মানিক সাহা
তুলা রাশি: ডিসেম্বরে তুলা রাশির তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। যা অর্থনৈতিক উন্নতি এবং পারিবারিক সুখকে নির্দেশ করে থাকে। এ সময় পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন তুলার জাতক জাতিকা। কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্রেও অপ্রত্যাশিত ভাল ফল লাভ করা যাবে। অর্থাগমের সম্ভাবনা রয়েছে। সুখবর আসতে পারে। আটকে থাকা কাজেও অগ্রগতি মিলবে।
কুম্ভ রাশি: শুক্র গোচরের পর কুম্ভ রাশির একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। একাদশ ঘর সাধারণত আয়ের নির্দেশক। ফলে এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারেন কুম্ভ জাতক জাতিকারা। আয়ের একাধিক উৎস খুলে যেতে পারে। পুরনো কোনও বিনিয়োগ লাভ দিতে পারে। বৈদেশিক সম্পর্কও তৈরি হতে পারে।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shukra Gochar, Shukra Gochar 2022