আগে দলীয় কার্যালয় থেকে সরকার চলত, এখন চলে মহাকরণ থেকে: মানিক সাহা
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তীব্র কটাক্ষ বিরোধীদের।
আগরতলা: ‘‘আগে পার্টি অফিস থেকে সরকার চলত, এখন মহাকরণের অফিস থেকেই সরকার চলে। বর্তমান সরকার দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের সকল শ্রেণীর মানুষের স্বার্থের কথা চিন্তা করে কাজ করে চলেছে।’’ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোজগার মেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি ঘরে রোজগারের ব্যবস্থা করা, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে চলেছে। আমরা চাই না কোনও ঘরে রোজগারের অভাব থাকুক। তবে এক ঘরে সবার চাকরি, এই নীতিতে বিশ্বাস করে না বর্তমান সরকার।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত সরকারের কাজ কর্মের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকার সাড়ে সাত লক্ষ বেকার রেখে গিয়েছিল। বর্তমান সরকারের সময়ে তা অনেকটাই কমে এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর প্রচেষ্টায় প্রত্যেক রাজ্যেই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে । তার ধারাবাহিকতায় ত্রিপুরাতেও এই রোজগার মেলার আয়োজন। এই মেলায় যারা চাকুরির সুযোগ পাচ্ছেন তাঁদের শুভেচ্ছাও জানান তিনি।
advertisement
advertisement
২০২৩ বিধানসভা নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রীর মধ্যে এদিন অনেকটাই আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে আমরা চিন্তিত নই । আমরা যেই দলে বিশ্বাস করি তার আদর্শ সেবাই সংগঠন । সমাজের সকল অংশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে বর্তমান সরকার কাজ করছে । তিনি এও বলেন ‘‘আমাদের সময় কম, তবে সিলেবাস মোটা ৷ আমাদের এই অল্প সময়ের মধ্যে আরও অনেক কাজ করতে হবে।’’
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় । তবে সবার মানসিকতার মধ্যে রাখতে হবে, শুধু সরকারি চাকরি নয়, জব ক্রিয়েটের হতে হবে। তারপরেও সরকার কর্মপ্রার্থী যুবাদের চাকরির সুযোগ সৃষ্টি করে দিতে নিরন্তর কাজ করে চলেছে।’’ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘খুব অল্প সময়ের মধ্যেই জেআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে । এখানেও স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হবে।’’
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তুলতে আপ্রাণ কাজ করে চলেছে । বর্তমান সময়ে সরকারের সদিচ্ছার ফলেই এসএইচজি গ্রুপে মহিলাদের স্বাবলম্বী হওয়ার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের সার্বিক বিকাশের লক্ষ্যে 'আমার সরকার পোর্টাল' চালু করা হয়েছে । এর মাধ্যমে বিভিন্ন সমস্যা দ্রুত নিরশন করার চেষ্টা সরকারের রয়েছে।
advertisement
উল্লেখ্য এদিনের রোজগার মেলা অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দফতরে আন্ডার গ্রেজুয়েট টিচার পদে ১২৬ জন, এলডিসি পদে ৩ জন, গ্রুপ ডি পদে ৪ জনকে অফার লেটার প্রদান করা হয়। পাশাপাশি সেকেন্ডারি এডুকেশনে স্পেশাল এডুকেটেড পদে ৯২ জন, উচ্চ শিক্ষা দফতরে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে ৬ জনকেও অফার লেটার দেয়া হয়। একই সঙ্গে মৎস্য, বন, ভূমি বন্দোবস্ত, পঞ্চায়েত, পুলিশ, রাজস্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, জনজাতি কল্যাণ, আরবান ডেভেলপমেন্ট এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরে এলডিসি-গ্রুপ সি পদে ২৮ জন এবং গ্রুপ ডি পদে ১১ জনকে অফার লেটার বিতরণ করা হয় । সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরে ৩ জন করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি সহায়ককে নিয়োগপত্র দেওয়া হয় । টিআরএলএম প্রকল্পে ৬০ জনকে নিযুক্তিপত্র দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 10:52 AM IST