Horoscope Today: রাশিফল ২ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 02 December 2021 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ২ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নিজের সীমাবদ্ধতা বুঝে সেই মতো পদক্ষেপ করতে হবে, অন্যথায় পরিশ্রম করলেও হতাশা ঘিরে ধরবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ মনে মিশ্র অনুভূতি থাকবে, অনুরাগ এবং ঘৃণা দুই প্রবল হবে, তাই নিজেকে শান্ত রেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ অনেকের সমালোচনার মুখে পড়তে হতে পারে, এক্ষেত্রে তাদের এড়িয়ে নিজের মতো থাকাটাই উচিত হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ নানা ব্যাপারে অন্যদের মতামত ভেসে আসবে, গায়ে না মেখে স্রেফ নিজের কাজ করে যেতে হবে৷
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অতীতের ভুল, ফেলে রাখা কাজ নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের লক্ষ্যে শৃঙ্খলাবদ্ধ হতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। স্বার্থসিদ্ধ করতে চায় এমন মানুষদের থেকে আজ দূরত্ব বজায় রাখলেই অহেতুক খরচ সামলানো যাবে৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সমস্যা একদিনে তৈরিও হয় না, মেটেও না, এটা মাথায় রেখে আপাতত অস্থির না হয়ে ধৈর্য অবলম্বন করুন।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। তলে তলে যারা ক্ষতি করছে, তাদের আজ চিনে নেওয়া যাবে, সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। চল্লিশোর্ধ্ব মহিলার পরামর্শ আজ কাজে দেবে, অন্যের বক্তব্য মন দিয়ে শুনলে আজ লাভ হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত নয়, আজ পদক্ষেপের আগে নিজের এবং অন্যদের যাচাই করুন।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ মন বিভ্রান্ত হয়ে থাকবে, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে আজ নিজেকে সংযত রাখুন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। ফেলে রাখা কাজ আজ সহজেই শেষ হয়ে যাবে, পরিবার এবং কর্মক্ষেত্র উভয় পরিসরেই প্রশংসা মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement