Hibiscus Vastu Tips: স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ থেকে শত্রুর বিনাশ করবে লাল জবা, জানুন ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hibiscus Vastu Tips: প্রচলিত বিশ্বাস, ঘরোয়া ওই টোটকার সাহায্যে মুক্তি পাওয়া যায় বিপদ থেকে। সেরকমই কিছু টোটকা জড়িয়ে আছে জবাফুলের সঙ্গে
দৈনন্দিন জীবনে ওঠানামা, বিপদের আসা যাওয়া লেগেই থাকে। বাস্তুশাস্ত্রে একাধিক ঘরোয়া টোটকার বিধান দেওয়া হয়েছে। প্রচলিত বিশ্বাস, ঘরোয়া ওই টোটকার সাহায্যে মুক্তি পাওয়া যায় বিপদ থেকে। সেরকমই কিছু টোটকা জড়িয়ে আছে জবাফুলের সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, জবাফুলের সঠিক প্রয়োগে মুক্তি মেলে বিপদ থেকে। বলছেন এনার্জি হিলার, স্পিরিচুয়াল নিউট্রিশনিস্ট তথা বাস্তু বিশেষজ্ঞ নলিনী আর্যা।
মূল্যবান জিনিস চুরি
যদি আপনার কোনও দামি জিনিস চুরি হয়ে থাকে, তাহলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে জবাফুল নিবেদন করুন। আর্থিক অনটন থেকে মুক্তি চাইলে মঙ্গলবার করে হনুমানদেবের চরণে নিবেদন করুন জবাফুল।
advertisement
সংক্রামক রোগ
সূর্যদেবকে তেজের প্রতীক বলে মানা হয়। সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করুন জবাফুল দিয়ে। এতে সংক্রামক অসুখ থেকে নিস্তার মেলে বলেই বিশ্বাস।
advertisement
আরও পড়ুন : প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি
সূর্য দোষ নিবারণ
সূর্যের লালরং শক্তির প্রতীক। যাঁদের জন্মকুণ্ডলীতে সূর্য দুর্বল, তাঁরা গ্রহদোষ নিবারণের জন্য বাড়ির পূর্ব দিকে লাগান জবাগাছ। এভাবে সূর্যদোষ নিবারণ করা যায়।
মঙ্গল দোষ নিবারণ
advertisement
বাড়িতে জবাফুলের গাছ থাকলে কুণ্ডলীতে মঙ্গলদোষও দূর হয়ে যায় বলেই বিশ্বাস।
দাম্পত্য কলহ দূর
প্রেমে এবং বিবাহে বিবাদ ও কলহ বিঘ্ন করে সম্পর্ক। বাড়িতে জবাগাছ থাকলে এবং জবাফুল উপহার দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকে বলেই বিশ্বাস।
আরও পড়ুন : শৈশবে অপছন্দ গানবাজনা, অজান্তেই সুরলোকের বরপুত্র মিয়াঁ তানসেনের এই উত্তরসাধক
শত্রু বিনাশ
advertisement
কারওর সঙ্গে ব্যক্তিগত শুত্রুতা থাকলে আপনার জীবনে তাঁর প্রভাব স্তিমিত করতে তাঁকে উপহার দিন লাল জবাফুল। তাঁর সঙ্গে সম্পর্ক মসৃণ হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 4:42 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Hibiscus Vastu Tips: স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ থেকে শত্রুর বিনাশ করবে লাল জবা, জানুন ঘরোয়া টোটকা