Hanuman Jayanti 2023: কোনও ছবিতে পর্বতোত্তোলন, তো কোনওটায় আবার ভগবান শ্রীরামের ভক্ত; জানেন কি হনুমানজির বিভিন্ন ছবির তাৎপর্য?
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Hanuman Jayanti 2023: হনুমানজির প্রতিটি ছবির আলাদা আলাদা গুরুত্ব ও রহস্য রয়েছে। বাস্তু মতে, ঘরে এই সব ছবি রাখার বিশেষ উপকারিতা রয়েছে।
কলকাতা: হিন্দু ধর্মে দেবী-দেবতাদের পুজো করার জন্য ছবি অথবা মূর্তি স্থাপন করা হয়। কথিত আছে যে, বজরঙ্গবলীর নাম করলে জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আর সবথেকে বড় কথা হল, পবনপুত্র হনুমানের সমস্ত ছবির নানা গুরুত্ব রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, হনুমানজির বিভিন্ন ছবির আলাদা আলাদা গুরুত্ব বা অর্থ রয়েছে।
আসলে আমরা বিভিন্ন ভঙ্গিতে হনুমানজির ছবি দেখে থাকি। জ্যোতিষী পণ্ডিত মুকেশ ভরদ্বাজ জানিয়েছেন যে, হনুমানজির প্রতিটি ছবির আলাদা আলাদা গুরুত্ব ও রহস্য রয়েছে। বাস্তু মতে, ঘরে এই সব ছবি রাখার বিশেষ উপকারিতা রয়েছে। জেনে নেওয়া যাক, পবনপুত্রের কোন ছবির মাহাত্ম্য কী!
হনুমানজির পর্বত উত্তোলন:
advertisement
এই ছবি যদি ভক্তরা নিজেদের বাড়িতে রাখেন, তাহলে তাঁদের সাহস, শক্তি, বিশ্বাস ও দায়িত্ববোধ বৃদ্ধি হবে। তাঁরা কোনও অবস্থাতেই আতঙ্কিত হবেন না। যে কোনও গুরুতর পরিস্থিতি তাঁদের সামনে ছোট বলে মনে হবে এবং অবিলম্বে তার সমাধান করা হবে।
advertisement
আকাশে ওড়ার ভঙ্গিতে হনুমানজি:
এই ছবি নিজের বাড়িতে রাখলে উন্নতি, অগ্রগতি এবং সাফল্যের স্বাদ মিলবে। সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ এবং সাহস থাকবে। জীবনে সব কাজে দারুন সাফল্য আসবে।

advertisement
ভগবান শ্রীরামের ভজনে মগ্ন হনুমানজি:
কিছু ছবিতে আবার হনুমানজিকে একটি করতাল নিয়ে রামের পুজো করতে দেখা যায়। এই ছবি বাড়িতে রাখলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয়। আর এই ভক্তি এবং বিশ্বাসই জীবনের সাফল্যের ভিত্তি। ফলে এই ছবিটির আরাধনা করলে জীবনের লক্ষ্য অর্জনের পথে তৈরি হওয়া বাধা দূর হবে।
advertisement
ভক্ত বেশে হনুমানজি:
অনেক সময়ই বেশ কিছু ছবিতে দেখা যায়, ভগবান শ্রীরামের পায়ের কাছে বসে রয়েছেন হনুমানজি। ওই ছবিতে হনুমানের এই অবতারকে ‘রামদাস হনুমান’ নামে অভিহিত করা হয়। ভগবান রামের দাস কিংবা ভক্তরূপী হনুমানের উপাসনা করলে ভক্তের মধ্যে সেবা এবং উৎসর্গের মনোভাব তৈরি হয়। ধর্ম, কাজ এবং সম্পর্কের প্রতি নিবেদতপ্রাণ হন ভক্ত। বসার ঘরে এমন একটি ছবি রাখলে উপকার পাওয়া যাবে।
advertisement

ধ্যানমগ্ন হনুমানজি:
এই ছবিতে হনুমানজিকে চোখ বন্ধ করে সিদ্ধাসন বা পদ্মাসনে ধ্যান করতে দেখা যায়। মোক্ষ বা শান্তি কামনা করলে বাড়িতে হনুমানজির এই ছবি রাখতে হবে।
advertisement
রৌদ্র বা শক্তির মুদ্রায় হনুমানজি:
যদি বাড়িতে অপদেবতা কিংবা নেগেটিভ শক্তির সঞ্চার ঘটে, তাহলে শক্তি মুদ্রায় হনুমানজির ছবি রাখা উচিত। এই ছবিটি উত্তর দিকের দেওয়ালে লাগাতে হবে, যাতে এটি দক্ষিণ দিকে মুখ করে থাকে।
পঞ্চমুখী হনুমানজি:
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি রাখলে উন্নতির পথে আসা বাধা-বিপত্তি দূর হয় এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়। পঞ্চমুখী হনুমানের ছবি দরজার ঠিক উপরের দিকে ভিতরে কিংবা বাইরে রাখা যেতে পারে। বাড়িতে যদি জলের উৎস ভুল দিকে থাকে, তাহলে এই ত্রুটি দূর করার জন্য সেই বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে। যার অভিমুখ থাকবে দক্ষিণ-পশ্চিম দিকে।
advertisement
আশীর্বাদদানকারী হনুমানজি:
কিছু ছবিতে দেখা যায় যে, ডান হাত দিয়ে আশীর্বাদ করছেন হনুমানজি। এই ছবি ঘরে রাখলে হনুমানজির আশীর্বাদ সারা জীবন ভক্তের উপর বজায় থাকবে। এর ফলে ঘরে সুখ, শান্তি ও সম্প্রীতির বাতাবরণও বজায় থাকে।
রক্তবর্ণ হনুমানজি:
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দেওয়ালে হনুমানজির একটি লাল রঙের ছবি লাগানো উচিত। মঙ্গল যদি অশুভ থাকে, তাহলে এর ফলে শুভ ফল মিলবে। সেই সঙ্গে ঘরে যদি ঝগড়া-ঝামেলা থাকে, তাহলে তা দূর হবে। এর পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থ্য ভাল থাকবে।
Reporter: Anmol Kumar
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 1:57 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti 2023: কোনও ছবিতে পর্বতোত্তোলন, তো কোনওটায় আবার ভগবান শ্রীরামের ভক্ত; জানেন কি হনুমানজির বিভিন্ন ছবির তাৎপর্য?



