Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে পালন করুন এই আচার, বজরঙ্গবলীর কৃপায় পূরণ হবে সব কামনা

Last Updated:

শাস্ত্রে উল্লিখিত কিছু বিশেষ ব্রত-আচার পালন করলে ভগবান হনুমান প্রসন্ন হন। ঘরে ঘরে বিরাজ করে ধনদেবতা কুবেরের আশীর্বাদ।

হনুমান জয়ন্তীতে পালন করুন এই আচার, বজরঙ্গবলীর কৃপায় পূরণ হবে সব কামনা
হনুমান জয়ন্তীতে পালন করুন এই আচার, বজরঙ্গবলীর কৃপায় পূরণ হবে সব কামনা
কলকাতা: বৃহস্পতিবার, ৬ এপ্রিল পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। কথিত আছে, শুদ্ধচিত্তে বজরঙ্গবলীর পুজো করার পর সুন্দরকাণ্ড পাঠ করলে ভগবান হনুমানের বিশেষ কৃপা পাওয়া যায়। শাস্ত্রে উল্লিখিত কিছু বিশেষ ব্রত-আচার পালন করলে ভগবান হনুমান প্রসন্ন হন। ঘরে ঘরে বিরাজ করে ধনদেবতা কুবেরের আশীর্বাদ।
জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, রামভক্ত হনুমান কলিযুগে এমনই একজন দেবতা যিনি সরাসরি ভক্তদের কল্যাণ করেন, যাবতীয় সঙ্কট মোচন করেন। খুব সহজেই তিনি খুশি হয়ে আশীর্বাদ করেন। হনুমান চালিসাতেও এরকম অনেক চৌপাই-এর কথা বলা রয়েছে, যা জপ করলে জীবনের সকল বাধা দূর হতে পারে।
আবার হনুমান জয়ন্তীর দিনে নানা আচার পালন করলে অর্থের সমস্যার সমাধান হয়, দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষ এবং যাঁরা শত্রুর ষড়যন্ত্রে বিপর্যস্ত, তাঁদের উপকার হয়।
advertisement
advertisement
শত্রু বিজয়—
যদি কোনও ব্যক্তি শত্রু পক্ষের ষড়যন্ত্রে বিপর্যস্ত হন, প্রতিপক্ষ বারবার যে কোনও কাজে বাধা দেয়, তবে হনুমান জন্মোৎসবের দিন বজরঙ্গবলীকে সিঁদুরে লাল রঙের লাঙ্গট এবং পানের খিলি নিবেদন করা করতে হবে। এতে করে সকল প্রকার সঙ্কট থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
রোগমুক্তি—
নিজের বা পরিবারে কোনও রোগভোগ বা অশান্তি থেকে থাকলে হনুমান জন্মোৎসবের দিন বজরঙ্গবলীর কাঁধে সিঁদুরের টিকা লাগিয়ে রোগীর মাথায় টিকা লাগিয়ে দিতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়।
অর্থ সঙ্কট থেকে মুক্তি—
আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চাইলে হনুমান জয়ন্তীতে ১১টি বট পাতার উপর লাল চন্দন দিয়ে শ্রীরামের নাম লিখে একটি মালা তৈরি করতে হবে। এই মালা পরিয়ে দিতে হবে পবনের পুত্র বজরঙ্গবলীকে। বলা হয় এতে জীবনের সব কষ্ট দূর হয়ে যায়।
advertisement
ব্যবসায় বৃদ্ধি—
নিজের ব্যবসায় উন্নতি চাইলে হনুমান জন্মজয়ন্তীতে দিন সঙ্কটমোচনের সামনে তেলের প্রদীপ নিবেদন করতে হবে। সেইসঙ্গে পাঠ করতে হবে ‘ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্ব সুহারায় নমঃ’।
সন্তান লাভ—
advertisement
জীবনে সন্তানসুখে যাঁরা বঞ্চিত তাঁরা হনুমান জয়ন্তীর দিন বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ করুন। সেই সঙ্গে দরিদ্রদের মধ্যে লাড্ডু বিতরণ করুন। বিশ্বাস করা হয়, এতে সন্তান লাভ করা যায়।
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে পালন করুন এই আচার, বজরঙ্গবলীর কৃপায় পূরণ হবে সব কামনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement