শুধু ধর্মেন্দ্রই নন; স্বপ্নসুন্দরী হেমা মালিনীর প্রেমে পাগল ছিলেন বলিউডের এই তিন তারকাও!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Hema Malini Life Story: সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল হেমা মালিনীকে। হালকা গোলাপি রঙা ফ্লোরাল শাড়ি, ছিমছাম মেকআপ আর খোলা চুলে আজও হেমা সেই স্বপ্নের সুন্দরীই রয়ে গিয়েছেন!
তিনি স্বপ্নসুন্দরী! পচাত্তরের কোঠায় এসেও তাঁর সৌন্দর্য্য হার মানায় আজকালকার অভিনেত্রীদের। তাঁর মোহনীয় রূপ আর হাসির জাদুতে মজে থাকেন ভক্তরা! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর বিষয়ে। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল হেমা মালিনীকে। হালকা গোলাপি রঙা ফ্লোরাল শাড়ি, ছিমছাম মেকআপ আর খোলা চুলে আজও হেমা সেই স্বপ্নের সুন্দরীই রয়ে গিয়েছেন!
advertisement
এহেন রূপের জাদুতে না মজে কেউ কি থাকতে পারে? আজ সেই গল্পই শোনা যাক। ষাট-সত্তরের দশক। হেমা মালিনীর কেরিয়ার তখন তুঙ্গে। সেই সাফল্যের শিখরে থাকাকালীনই হেমার ভক্তরা তো বটেই, সেই সঙ্গে সহ-অভিনেতারাও তাঁর জন্য পাগল ছিলেন। আর তার বড় প্রমাণ হলেন ধর্মেন্দ্রই! বিবাহিত হওয়া সত্ত্বেও ধর্মেন্দ্র হেমার প্রেমে পড়ে গিয়েছিলেন।
advertisement
এমনকী বিয়েও করে ফেলেছিলেন তাঁকে। কিন্তু ধর্মেন্দ্র ছাড়াও হেমা-য় মজেছিলেন আরও অনেক জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, এক সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে পাওয়ার স্বপ্ন দেখতেন। এমনকী, উভয় পরিবারের সম্মতিতেই জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়েও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়।
advertisement
advertisement
শোনা যায়, একটি ছবিতে পরিচালকরা রাজকুমারের বিপরীতে বৈজয়ন্তীমালাকে নিতে চেয়েছিলেন। কিন্তু রাজকুমারের জোরাজুরিতে নির্মাতারা সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন। বৈজয়ন্তীমালার বদলে নেওয়া হয় হেমাকে। ওই ছবির শ্যুটিং চলাকালীন দু’জনের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। এক দিন রাজকুমার সাহস জোগাড় করে হেমা-কে মনের অনুভূতির কথা খুলে বলেন।
advertisement
