Ganesh Chaturthi 2024: ‘ইস বার ১০০ পার!’ গতবার ৫১ কেজির লাড্ডুর পর এবার এই গণপতি পুজোয় মহাভোগ, লাড্ডুর ওজন জানেন

Last Updated:

Ganesh Chaturthi 2024: প্রতি বছর বাড়ছে লাড্ডুর ওজন! গণেশ পুজোয় এবার লাড্ডুর ওজন ১০১ কেজি

+
১০১কেজি

১০১কেজি লাড্ডু 

জলপাইগুড়ি: সেঞ্চুরি পার লাড্ডুর! ঘাবড়াবেন না। দামে সেঞ্চুরি পার না করলেও এবার ওজনে সেঞ্চুরি পার করেছে গণপতির প্রিয় খাবার। গণপতি বাপ্পাকে তুষ্ট করতে দু’হাত উজাড় করে দিয়েছে জলপাইগুড়িবাসী। বছর বছর বাড়ছে গণেশ ঠাকুরের পছন্দের খাবারের পরিমাণ। এবার সেঞ্চুরি করেছে লাড্ডু!
গত বছর ৫১ কেজি লাড্ডু বানিয়ে তাক লাগিয়ে এবছর ১০১ কেজি ওজনের লাড্ডু ভোগ দেওয়ার প্রস্তুতি শুরু ইতিমধ্যেই। রাত পোহালেই গণেশ চতুর্থী- এর আগে জলপাইগুড়ি জেলা শহর রাজ্যে গণেশ চতুর্থী পালনে সেরকম ধুমধাম দেখা না গেলেও সময়কালে প্রতিটি জায়গায়ই গনেশ চতুর্থীতে গণেশ পুজো পালন করা হচ্ছে ধুমধাম করে।
advertisement
advertisement
এ যেন উমা আগমনের প্রথম আমেজ। বিগত বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়িতেও জমজমকপূর্ণভাবে পুজো করা হয় গণেশ ঠাকুরের। তবে মূল চমক থাকে জলপাইগুড়ির পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজোয়। এখানকার পুজোয় বিরাট আয়োজনের পাশাপাশি থাকে নতুন চমক। শহরের পান্ডা পাড়া সর্বজনীন গণেশ পুজোর এবারে দ্বিতীয়বর্ষে পদার্পণ করল। পরিচালনায় রয়েছে ৪ যুব শক্তি।পুজোর আয়োজনের বয়স মাত্র দু’বছর হলেও এবারের চমক গনেশের ভোগের ১০১ কেজি ওজনের বিশালাকৃতির লাড্ডু।
advertisement
এই প্রসঙ্গে গনেশ পুজোর পরিচালন কমিটির অন্যতম সদস্য শ্যাম সাহা জানান, “যেহেতু লাড্ডু গণেশ ভগবানের প্রিয়, সেই কারণেই আমরা লাড্ডুকেই প্রাধান্য দিচ্ছি। এবারে ১০১ কেজি লাড্ডু গণেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে।”
পুজোর আরেক উদ্যোক্তা জানান, গত বছর বিপুল সংখ্যক ভক্তের ভিড় হয়েছিল। এবারেও পুজো কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে পুজোয় অংশ নেওয়ার জন্য। এ বছর ভিড় আরও বাড়বে বলেই আশাবাদী পুজো কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই পূজোর প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই বিশালাকায় লাড্ডু প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর পর এই লাড্ডু পুজো মণ্ডপে আসা ভক্তদের হাতে হাতে প্রসাদ হিসেবে তুলে দেওয়া হবে।
advertisement
Surajit Dey
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Ganesh Chaturthi 2024: ‘ইস বার ১০০ পার!’ গতবার ৫১ কেজির লাড্ডুর পর এবার এই গণপতি পুজোয় মহাভোগ, লাড্ডুর ওজন জানেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement