Success Story: পোলিও থাবা বসিয়েছিল দু'পায়ে,মেকানিক বাবার পাশে দাঁড়াতে নার্সিং বেছে নিয়েছিলেন মা, এবার তাঁদের মেয়ে দেশকে এনে দিল মেডেল
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Success Story: পোলিওকে হারিয়ে প্যারাঅলিম্পিক্সে ব্রোঞ্জ জয় রুবিনার, চোখের জল বাঁধ মানছে না মোটর মেকানিক বাবার
advertisement
দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন রুবিনা। বাবা মোটর মেকানিক, মা নার্স। শৈশবেই পোলিও ধরা পড়ে। অনেক চিকিৎসা হয়। কিন্তু লাভ হয়নি। বিকলাঙ্গ হয়ে যান রুবিনা। তবে মনের জোরে কাটিয়ে উঠেছেন সমস্ত প্রতিবন্ধকতা। শ্যুটিংই তাঁর ধ্যানজ্ঞান। হুইলচেয়ারের বাধাও কাটিয়ে এখন নিজের দুর্বল দুই পায়ে দাঁড়িয়েই অবর্থ্য লক্ষ্যভেদ করেন৷
advertisement
advertisement
মেয়ের সাফল্যে রুবিনার বাবা সাইমন ফ্রান্সিসের চোখে জল। বললেন, “জন্ম থেকেই রুবিনার পায়ে সমস্যা ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি। কিছু হয়নি। ছোট থেকেই শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত মেয়ে। অনেক সমস্যা ছিল। টাকাপয়সাও খুব একটা ছিল না। মেয়েকে শ্যুটিং শেখাতে নার্সের কাজ শুরু করেন রুবিনার মা। তবে এখনও স্বপ্নপূরণ হয়নি। মেয়েকে দেশের জন্য স্বর্ণপদক জিততে হবে।’’
advertisement
advertisement
advertisement
advertisement