Diwali 2023: শাশুড়ি-বউমার 'তু তু-ম্যায় ম্যায়' মুহূর্তে গলে জল হবে! দিওয়ালিতে করতে এই ছোট্ট কাজ, জানুন জ্যোতিষকথা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Diwali 2023: বাস্তু মেনে এমন কয়েকটি উপহারের খোঁজ নিয়ে থাকল, যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবন মঙ্গলময় করে তুলবে।
কলকাতা: আলোর উত্সব আসছে। অফিসে কাজের চাপ, অসুখ-বিসুখ, মন খারাপ সব এই সময় যে তোলা থাকে। দীপাবলির আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সারা বছরের দুঃখ-হতাশা ভুলে এই সময় সবাই মিলে আনন্দ করি আমরা। এই আনন্দে সবাইকে শরিক করতে দীপাবলিতে নিকটজনকে উপহার দেওয়ার রীতি রয়েছে। কিন্তু ঠিক কী উপহার দিলে ভাল হয়?
এই প্রশ্ন আমাদের ভাবায় বৈকি। জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করতে পারে এ ক্ষেত্রেও। বাস্তু মেনে এমন কয়েকটি উপহারের খোঁজ নিয়ে থাকল, যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবন মঙ্গলময় করে তুলবে। দীপাবলিতে প্রিয়জনকে কোনও কাপড় উপহার দিতে পারেন। বিশেষ করে বেডশিট, তোয়ালে উপহার দেওয়া বাস্তুমতে ভাল। এই ধরনের উপহার সম্পর্ককে আরও মজবুত করে।
advertisement
আরও পড়ুন: ‘মণীষা কৈরালা প্রয়াত’, মহেশ ভাটের লেখায় তোলপাড় বলিউড! অবিশ্বাস্য এক কাহিনি
ছোট ছোট ছেলেমেয়েরা আজকার অতিরিক্ত গ্যাজেট-প্রেমী হয়ে উঠেছে। স্মার্টফোন, ট্যাবলেটে মুখ গুঁজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। ফলে হারিয়ে যাচ্ছে সবার সঙ্গে মেলামেশার অভ্যাস। এই প্রবণতা ঠেকাতে বাচ্চাদের বই উপহার দিতে পারেন। স্মার্টফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় নিজের অন্য জীবন খুঁজে নিতে পারবে পরবর্তী প্রজন্ম।
advertisement
advertisement
কারোর সঙ্গে সম্পর্ক অনেক দিন ধরেই খুব একটা ভাল নেই? এই দীপাবলিতেই পুরনো বিবাদ ভুলে তাঁকে আরও কাছে নিয়ে আসুন। সুন্দর করে সাজানো একটা ফুলের বোকে উপহার দিন। তবে কৃত্রিম নয়, টাটকা তাজা ফুল উপহার হিসেবে বাস্তুশাস্ত্রে অত্যন্ত মঙ্গলময়। পুত্রবধূকে উপহার দিন সিঁদুর, সিঁদুরোর কৌটো। সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 6:05 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Diwali 2023: শাশুড়ি-বউমার 'তু তু-ম্যায় ম্যায়' মুহূর্তে গলে জল হবে! দিওয়ালিতে করতে এই ছোট্ট কাজ, জানুন জ্যোতিষকথা