Day of Zodiac Signs: কোন রাশির সঙ্কট, কারই বা ফিরবে সুখ...দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Day of Zodiac Signs: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অপ্রত্যাশিত অতিথির আগমনে দিনটা অন্য রকম কাটবে, সেই মতো নিজেকে প্রস্তুত রাখতে ভুলবেন না।
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
প্রতিবেশীদের সঙ্গে দিনের অনেকটা সময় কাটবে, চারপাশে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
হাতে বেশ কিছু টাকা আসতে চলেছে, ফেলে না রেখে বিচক্ষণের মতো তা বিনিয়োগে নজর দিন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
সঙ্গী/সঙ্গিনীকে সমর্থন দিতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটাও একই সঙ্গে দরকার।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সারা দিন তুমুল কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, তাই দিনের শুরুতে পেট ভরে খেয়ে নিতে ভুলবেন না।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অপ্রত্যাশিত ঘটনা পরম্পরার জন্য সব পরিকল্পনা ভেস্তে যাবে, মাথা ঠান্ডা রাখুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কাজের চাপে রাত জাগতে হতে পারে, যা ভবিষ্যতে সাফল্যের মুখ দেখাবে।
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
প্রণয়ের সম্পর্ক নিবিড় হতে চলেছে, সেই মতো তা উদযাপন করতে ভুলবেন না।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক সাফল্যের মুখ দেখতে চলেছেন, সেই মতো সঠিক পরিকল্পনাও তৈরি রাখুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
স্বাস্থ্যে প্রভাব পড়লে গুরুত্ব বুঝে কাজ করাই উচিত, সবটা একসঙ্গে না করলেও চলবে।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
মাথা ঠান্ডা রাখলে কর্মক্ষেত্রের সব সমস্যা অতি সহজেই সামাল দেওয়া যাবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেই হবে, নিজেকে ভাল রাখাও দরকার।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 7:15 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Day of Zodiac Signs: কোন রাশির সঙ্কট, কারই বা ফিরবে সুখ...দেখে নিন কেমন যাবে আজকের দিন



