Vastu Tips for Ganesh Idol: কোথায় রাখবেন গণেশের মূর্তি? বাড়ি 'এই' স্থানে রাখলেই কাটবে বাধা বিপত্তি, ফিরবে সুখ

Last Updated:
Vastu Tips for Ganesh Chaturthi: সিদ্ধিদাতা গণেশের আরাধনাতে বিশেষ কিছু প্রয়োজন হয়না। বাস্তুশাস্ত্র মতে গণেশের মূর্তি বাড়িতে বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হবে।
1/6
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। মাতা পার্বতীর কৈলাসগৃহ পূর্ণ হয়েছিল আনন্দে, পুত্রপ্রাপ্তিতে, তাঁর ক্রোড়ে অধিষ্ঠান করেছিলেন শ্রীগণেশ। এই পুণ্য তিথিটিকেই আমরা উদযাপন করি গণেশ চতুর্থী নামে। গণপতি বাপ্পার জন্মোৎসব চলে ১০ দিন ধরে।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। মাতা পার্বতীর কৈলাসগৃহ পূর্ণ হয়েছিল আনন্দে, পুত্রপ্রাপ্তিতে, তাঁর ক্রোড়ে অধিষ্ঠান করেছিলেন শ্রীগণেশ। এই পুণ্য তিথিটিকেই আমরা উদযাপন করি গণেশ চতুর্থী নামে। গণপতি বাপ্পার জন্মোৎসব চলে ১০ দিন ধরে।
advertisement
2/6
সিদ্ধিদাতা গণেশের আরাধনাতে বিশেষ কিছু প্রয়োজন হয়না। বাস্তুশাস্ত্র মতে গণেশের মূর্তি বাড়িতে বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হবে।
সিদ্ধিদাতা গণেশের আরাধনাতে বিশেষ কিছু প্রয়োজন হয়না। বাস্তুশাস্ত্র মতে গণেশের মূর্তি বাড়িতে বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হবে।
advertisement
3/6
বাড়িতে গণেশের মূর্তি উত্তর পূর্বের কোণা রাখা সব থেকে শুভ বলেই মনে করা হয়। এই জায়গায় সিদ্ধিদাতা গণেশের মূর্তি রাখলে বাড়িতে ফিরবে সুখ সমৃদ্ধি৷
বাড়িতে গণেশের মূর্তি উত্তর পূর্বের কোণা রাখা সব থেকে শুভ বলেই মনে করা হয়। এই জায়গায় সিদ্ধিদাতা গণেশের মূর্তি রাখলে বাড়িতে ফিরবে সুখ সমৃদ্ধি৷
advertisement
4/6
বাস্তুশাস্ত্র সিদ্ধিদাতা গণেশের মূর্তি রাখতে সব ধরনের বাস্তুদোষ দূর হবে। গণেশের এমন মূর্তি ঘরে রাখা উচিৎ যেই মূর্তিতে গণেশের শুঁড় হাত পর্যন্ত বিস্তৃত থাকবে হাতে লাড্ডু থাকতে হবে।
বাস্তুশাস্ত্র সিদ্ধিদাতা গণেশের মূর্তি রাখতে সব ধরনের বাস্তুদোষ দূর হবে। গণেশের এমন মূর্তি ঘরে রাখা উচিৎ যেই মূর্তিতে গণেশের শুঁড় হাত পর্যন্ত বিস্তৃত থাকবে হাতে লাড্ডু থাকতে হবে।
advertisement
5/6
বাড়ির প্রধান দরজায় গণেশের মূর্তি রাখলে বাড়তি শক্তি পাওয়া যায়। সমস্ত নেতিবাচক শক্তি অতি সহজেই দূর হবে ৷ তবে, মূর্তির মুখ ভিতরের দিকে থাকতে হবে।
বাড়ির প্রধান দরজায় গণেশের মূর্তি রাখলে বাড়তি শক্তি পাওয়া যায়। সমস্ত নেতিবাচক শক্তি অতি সহজেই দূর হবে ৷ তবে, মূর্তির মুখ ভিতরের দিকে থাকতে হবে।
advertisement
6/6
বাস্তুশাস্ত্র মতে কখনও এক জায়গায় তিনটি গণেশের মূর্তি রাখাতে নেই। তবে গণেশের মূর্তি এমন জায়গায় রাখা উচিৎ নয় যেখানে নোংরা আবর্জনা থাকে। এছাড়াও ঘরের দক্ষিণ দিকে মুখ করে গণেশের মূর্তি কখনই রাখা উচিৎ নয়।
বাস্তুশাস্ত্র মতে কখনও এক জায়গায় তিনটি গণেশের মূর্তি রাখাতে নেই। তবে গণেশের মূর্তি এমন জায়গায় রাখা উচিৎ নয় যেখানে নোংরা আবর্জনা থাকে। এছাড়াও ঘরের দক্ষিণ দিকে মুখ করে গণেশের মূর্তি কখনই রাখা উচিৎ নয়।
advertisement
advertisement
advertisement