Bengali Horoscope for 18 th June: ১৮ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল

Last Updated:

Bengali Horoscope for 18 th June: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন
ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
সুসংবাদ আসতে চলেছে, বিশেষ করে বাসস্থান বিষয়ে, তা বদলেরও ইঙ্গিত রয়েছে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে- মাথা ঠান্ডা রাখা খুবই দরকার।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অন্যকে ভালবাসা দিলে প্রতিদানে তা-ই মিলবে, কারও কথায় ওঠ-বস করার দরকার নেই।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিজের সামর্থ্য বোঝা যাবে, জীবনও ইতিবাচক দিকে মোড় নিতে চলেছে, নতুন কেউ জীবনে আসবেন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
advertisement
জীবনের বাস্তব সমস্যার প্রতি তাকাতে হবে, আশাবাদী স্বভাব সব বাধা দূর করবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অপ্রত্যাশিত অর্থ যোগ রয়েছে, তবে হাতে আসা টাকা উড়িয়ে দিলে পস্তাতে হবে!
advertisement
কিছু বাধা অতিক্রম করা কঠিন মনে হলেও আদতে সহজেই সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অপ্রত্যাশিত, নতুন কোনও কিছুর জন্য নিজেকে তৈরি রাখলে ভবিষ্যতে সুবিধা হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
মনের মতো সঙ্গী/সঙ্গিনী মিলতে পারে, সেই সঙ্গে অপ্রত্যাশিত কোনও উপহারও।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
advertisement
চল্লিশের কাছাকাছি কোনও নারীর সাহায্য কাজে আসবে, অন্যের কথা মন দিয়ে শোনা দরকার।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
প্রাথমিক ভাবে দুরূহ মনে হলেও জীবনের জঞ্জাল এবার ছেঁটে ফেলার সময় এসেছে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সব দিকে ভারসাম্য বজায় রাখা যাবে, প্রতিভা প্রদর্শনের সেরা সময় এটাই।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bengali Horoscope for 18 th June: ১৮ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement