Daily Horoscope: রাশিফল ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার ভাগ্য কেমন, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Daily Horoscope: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
মনের মানুষের সঙ্গে দেখা করার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, ভাল করে ঠিকানা জেনে নিন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
অন্যমনস্কতার দরুণ কাজে দেরি হবে, যতটা সম্ভব সতর্ক এবং ঠাণ্ডা মাথায় থাকা প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: কোনও ক্যানভাস নয়, মাটির দেওয়ালেই চোখ জুড়ানো ছবি ফুটিয়ে তুলছেন আদিবাসী মহিলা! মন ভরে যাবে
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ট্র্যাফিকের সমস্যায় ঠিক সময়ে জরুরি জায়গায় পৌঁছতে দেরি হবে, হাতে সময় রেখে বেরোন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
টাকা-পয়সার ব্যাপারে কিছু কাগজপত্র নিয়ে বসতে হবে, সতর্ক না থাকলে বড় ক্ষতি হতে পারে।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাছের মানুষের উগ্র মেজাজ সহ্য করতে হতে পারে, তাই মাথা গরম না করে বুদ্ধি খাটাতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
চুপ করে বসে থাকলে জরুরি কাজ হবে না, নিজেকেই উদ্যোগী হয়ে সব ব্যবস্থা করতে হবে!
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অর্থসমস্যা জটিলতা সৃষ্টি করতে পারে, এক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখলেই সমাধানের পথ পাবেন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কাজে মন দেওয়া সমস্যার হলেও সেটা শুরু করে দিন, বাকিটা আপসে শেষ হয়ে যাবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
খুব প্রয়োজন না থাকলে তথ্যের জন্য সময় নষ্ট করবেন না, অপেক্ষা করা ঠিক হবে না।
advertisement
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
সব স্বপ্নের মানে হয় না, অতএব বেশি ভাবতে হলে উদ্বেগ নিরর্থক বলে ধরে নিতে পারেন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
খুব কাছের কারও সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, তাঁকে নিজের যুক্তি স্পষ্ট করে বলুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
জরুরি কিছু খুঁজে না পেলে অন্যদের সেই বিষয়ে জানান, সম্মিলিত প্রচেষ্টা কাজে আসবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 8:57 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার ভাগ্য কেমন, জানুন










