'A' দিয়ে নামের শুরু? প্রথম অক্ষরেই লুকিয়ে রয়েছে আপনার চরিত্রের শক্তি, দুর্বলতা

Last Updated:

A name first letter: A খুবই শক্তিশালী একটা অক্ষর। এই অক্ষর দিয়ে যাঁদের নামের শুরু, তাঁদের চরিত্র ঠিক কেমন!

কলকাতা: নামের প্রথম অক্ষরেই লুকিয়ে রয়েছে অনেক কিছু। বলছে জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যা। যদিও শেকসপিয়র বলে গিয়েছেন, নামে কীই বা আসে যায়! কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে অন্য কথা।
Name Astrology বলছে, একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক কিছুই জানা যায়, তাঁর নামের প্রথম অক্ষর দিয়ে। A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা ঠিক কেমন ধরনের মানুষ হন, সেটাই আজ জেনে নেওয়া যাক।
A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা খুবই সাহসী হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের জুড়ি মেলা ভার। আসলে A একটি শক্তিশালী অক্ষর। A দিয়ে যাঁদের নামের শুরু তাঁরা অত্যন্ত পরিশ্রমী হন। এমনকী তাঁরা বেইমানি একেবারে পছন্দ করেন না।
advertisement
advertisement
আরও পড়ুন- একের পর এক সমস্যায় ডুবছেন? ঘুমনোর সময়ে একটি ভুলেই তছনছ হতে পারে সব কিছু! সাবধান
A দিয়ে যাঁদের নামের শুরু তাঁরা সাধারণত সাহসী হন। তাঁদের মানসিক দৃঢ়তা থাকে। তবে একবার মানসিকভাবে ভেঙে পড়লে নিজের মনের কথা সচরাচর কাউকে জানাতে পারেন না। ফলে ভিতরে ভিতরে চাপা কষ্ট থেকেই যায়।
advertisement
শিক্ষক বা গবেষক হিসেবে তাঁরা কেরিয়ারে উন্নতি লাভ করেন। এছাড়া ইন্টাপ্রেনার হিসেবে কাজ করলেও জীবনে সাফল্য আসতে পারে। তবে এই অক্ষর দিয়ে যাঁদের নামের শুরু তাঁদের কিছু নেগেটিভ দিকও রয়েছে।
আরও পড়ুন- বৈশাখে 'এই' টোটকাতেই তুষ্ট লক্ষ্মী-নারায়ণ! একবার মেনেই দেখুন, আমূল বদলাবে জীবন
A দিয়ে যাঁদের নামের শুরু তাঁরা অতিরিক্ত আত্মবিশ্বাসে থাকেন। অনেক সময় তাঁরা নিজের আশেপাশের মানুষদের দমিয়ে রাখতে চান। বাড়তি সাহস তাঁদের জীবনে অনেক সময় বিপদ ডেকে আনে। তবে A দিয়ে যাঁদের নামের শুরু তাঁরা সাধারণত সাহসী পদক্ষেপে পিছপা হন না। ফলে বেশিরভাগ সময়েই তাঁরা সফল হন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
'A' দিয়ে নামের শুরু? প্রথম অক্ষরেই লুকিয়ে রয়েছে আপনার চরিত্রের শক্তি, দুর্বলতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement