Vastu Tips for sleeping position: একের পর এক সমস্যায় ডুবছেন? ঘুমনোর সময়ে একটি ভুলেই তছনছ হতে পারে সব কিছু! সাবধান

Last Updated:
Vastu Tips for sleeping position: ভুল দিকে পা রেখে শুলে তার নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। কিন্তু এ কথা অনেকেই জানেন না। ফলে তার ভোগ করতে হয় তাঁদের।
1/5
অনেক সময়ে আমরা অজান্তেই এমন অনেক ভুল করি, যার ফল আমাদের ভোগ করতে হয়। যেমন ভুল দিকে পা রেখে শুলে তার নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। কিন্তু এ কথা অনেকেই জানেন না। ফলে তার ভোগ করতে হয় তাঁদের। ঘুমনোর সময়ে কোন দিকে পা রাখা উচিত, জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা।
অনেক সময়ে আমরা অজান্তেই এমন অনেক ভুল করি, যার ফল আমাদের ভোগ করতে হয়। যেমন ভুল দিকে পা রেখে শুলে তার নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। কিন্তু এ কথা অনেকেই জানেন না। ফলে তার ভোগ করতে হয় তাঁদের। ঘুমনোর সময়ে কোন দিকে পা রাখা উচিত, জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা।
advertisement
2/5
দক্ষিণ দিকে পা রেখে ঘুমনো কখনওই উচিত নয়। কারণ এই দিক থেকে নেতিবাচক শক্তি জীবনকে প্রভাবিত করতে পারে। তাই দক্ষিণ দিকে পা রেখে না শোওয়াই ভাল।
দক্ষিণ দিকে পা রেখে ঘুমনো কখনওই উচিত নয়। কারণ এই দিক থেকে নেতিবাচক শক্তি জীবনকে প্রভাবিত করতে পারে। তাই দক্ষিণ দিকে পা রেখে না শোওয়াই ভাল।
advertisement
3/5
বাস্তু মতে, পূর্ব দিকেও পা রেখে শোওয়া উচিত নয়। কারণ পূর্ব দিকে সূর্য ওঠে। সেই দিকে পা রেখে ঘুমলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে।
বাস্তু মতে, পূর্ব দিকেও পা রেখে শোওয়া উচিত নয়। কারণ পূর্ব দিকে সূর্য ওঠে। সেই দিকে পা রেখে ঘুমলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে।
advertisement
4/5
বাস্তু অনুযায়ী, অনেকে পূর্ব দিকে পা রেখে শুলে দুঃস্বপ্ন দেখেন। জীবনে হতাশা এবং ভয় নেমে আসে।
বাস্তু অনুযায়ী, অনেকে পূর্ব দিকে পা রেখে শুলে দুঃস্বপ্ন দেখেন। জীবনে হতাশা এবং ভয় নেমে আসে।
advertisement
5/5
বাস্তু মতে, উত্তর দিকে পা রেখে ঘুমনো ভাল। এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে।
বাস্তু মতে, উত্তর দিকে পা রেখে ঘুমনো ভাল। এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে।
advertisement
advertisement
advertisement