Budh Gochar 2023: অক্টোবরের প্রথম দিনেই নিজের রাশিতে প্রবেশ করছেন গ্রহের রাজপুত্র; এই রাশির ভাগ্য হতে চলেছে উজ্জ্বল
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আগামী ১ অক্টোবর, রবিবার রাত ৮টা ২৯ মিনিট নাগাদ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ। এই গোচরের প্রভাব কোন রাশির জাতক-জাতিকার উপরে সবথেকে বেশি পড়বে, সেটাই জেনে নেওয়া যাক।
কলকাতা: শুরু হতে চলেছে অক্টোবর মাস। আর বছরের দশম মাসের প্রথম দিনেই বুধ গ্রহের গোচর ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। আগামী ১ অক্টোবর, ২০২৩ তারিখে রাশি পরিবর্তন করবেন বুধ গ্রহ। বর্তমানে তিনি সিংহ রাশিতে অবস্থান করছেন। আগামী ১ অক্টোবর, রবিবার রাত ৮টা ২৯ মিনিট নাগাদ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ। এই গোচরের প্রভাব কোন রাশির জাতক-জাতিকার উপরে সবথেকে বেশি পড়বে, সেটাই জেনে নেওয়া যাক।
কোন রাশির উপর পড়বে বুধ গোচরের সুফল?
advertisement
বুধের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে। আসলে বুধ তাঁর নিজস্ব রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবেন। ফলে এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। জ্যোতিষীদের মতে, বুধের রাশি পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের ইতিবাচক ফল পাওয়ার পূর্ণ ইঙ্গিত রয়েছে।
advertisement
কন্যা রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতির মুখ দেখতে চলেছেন। দীর্ঘদিন ধরে এক ভাবে চলা কেরিয়ারেও আসবে বদল। কেরিয়ার জীবনেও অগ্রগতির স্বাদ পাবেন তাঁরা। কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তাঁরা মুনাফা অর্জনে সক্ষম হবেন। এর পাশাপাশি কন্যা রাশির জাতক-জাতিকার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে, যা থেকে তাঁরা অবশ্যই উপকৃত হবেন। এমনকী এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন। এছাড়া আর্থিক সমস্যা দূর হতে শুরু করবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তাই এই সময়টা তাঁদের জন্য খুবই অনুকূল।
advertisement
ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্যও এই সময়টা খুবই ভাল। পেশাগত জীবনে উন্নতি তো আসবেই, সেই সঙ্গে ব্যবসাতেও কাঙ্খিত মুনাফা লাভ করতে পারবেন। কাজের নতুন সুযোগ আসতে চলেছে। সব মিলিয়ে বুধের গোচরের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তাঁরা ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন।
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar 2023: অক্টোবরের প্রথম দিনেই নিজের রাশিতে প্রবেশ করছেন গ্রহের রাজপুত্র; এই রাশির ভাগ্য হতে চলেছে উজ্জ্বল