ড্রাই সেল ব্যাটারির দুনিয়ায় পা, ফের বাজারে আসছে এভারেডির ‘আল্টিমা’
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Eveready Ultima: ড্রাই সেল ব্যাটারির বাজার ধরতে ফের নয়া অবতারে ‘আল্টিমা’ ব্র্যান্ড চালু করার সিদ্ধান্ত নিল এভারেডি ইন্ডাস্ট্রিজ।
কলকাতা: বড় আগুনের গোলা। তার ভিতর দিয়ে ঝাঁপ মারছে একটা বাঘ। একটা সময় এভারেডি ব্যাটারির এমন বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিল বাজার। ড্রাই সেল ব্যাটারির বাজার ধরতে ফের নয়া অবতারে ‘আল্টিমা’ ব্র্যান্ড চালু করার সিদ্ধান্ত নিল এভারেডি ইন্ডাস্ট্রিজ।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শুভময় সাহা বলেন, ‘‘এ বছর ভাল বৃষ্টি হয়েছে। তাই চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে দুই অঙ্কের প্রবৃদ্ধি আশা করছে কোম্পানি ৷’’ পাশাপাশি ড্রাই সেল সেগমেন্টের উপর সংস্থা বিশেষ জোর দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শুভময়ের কথায়, ‘‘প্রিমিয়াম সেগমেন্টে আমাদের ভলিউম বর্তমানে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। কিন্তু আশা করছি আগামী ৩-৪ বছরে এটা দ্বিগুণ হবে।’’
advertisement

advertisement
নতুন নতুন ডিভাইস বাজারে আসছে। উচ্চ কার্যকারিতা সম্পন্ন ব্যাটারির চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে প্রিমিয়াম ব্যাটারি সেগমেন্টের বিক্রিও বাড়ছে। এমনটাই মনে করেন শুভময়। বর্তমানে পুরো ব্যাটারি বাজারের মধ্যে মাত্র ৬ শতাংশ প্রিমিয়াম ব্যাটারির দখলে। আগামী দিনে এটা বেড়ে ২৫ শতাংশ ছুঁতে পারে বলে মনে করছেন তিনি।
advertisement

advertisement
ভারতে মোট ব্যাটারির বাজার আনুমানিক ৩ হাজার কোটি টাকার। এভারেডির ৫৩ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। সংস্থা মনে করছে, প্রিমিয়াম সেগমেন্টে উল্লেখযোগ্য বৃদ্ধির সুযোগ এটাই। এভারেডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘সংস্থার লক্ষ্য হল, আল্টিমা সাব-ব্র্যান্ডের আওতায় পুনরায় প্রিমিয়ামাইজেশন শুরু করা, যা গ্রাহককে উচ্চমানের ব্যাটারি ব্যবহারের সুবিধা দেবে। ভবিষ্যতে প্রিমিয়াম সেগমেন্টে আল্টিমা ব্র্যান্ডের অধীনে পণ্য লঞ্চ করা হবে।’’
advertisement
ম্যানেজিং ডিরেক্টর শুভময় সাহার কথায়, ‘‘ব্যাটারি ইন্ডাস্ট্রি প্রতি বছর তিন থেকে পাঁচ শতাংশ হারে বাড়ছে। তার সঙ্গে তাল মিলিয়ে এভারেডি চলতি অর্থবর্ষে এক অঙ্কের প্রবৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।’’ তিনি জানান, কাঁচামালের খরচ কমার কারণে ২৫০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট মার্জিন উন্নতির আশা রয়েছে। ‘ভাল ব্যবসায়িক পরিবেশের কারণে দ্বিতীয়ার্ধে ১৩-১৪ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে মনে হচ্ছে। যার ফলে এক অর্থবর্ষে এক অঙ্কের সামগ্রিক বৃদ্ধি হবে’। প্রসঙ্গত, জুন ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে এভারেডি ইন্ডাস্ট্রিজ ৩৬৩.৫৭ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ২৪ কোটি টাকা নিট মুনাফা। ২০২২-২৩ অর্থবর্ষে ২১ কোটি টাকা নিট মুনাফা ছিল।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 3:38 PM IST