Mangal Gochar 2023: অক্টোবরের গোড়া থেকেই ঘুরে যাবে ভাগ্যের চাকা; মঙ্গলের গোচরে এই দুই রাশির জীবনে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আগামী ৩ অক্টোবর, ২০২৩ তারিখে তুলা রাশিতে পাড়ি দিতে চলেছেন মঙ্গল। এর ফলে দুটি রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে উপকৃত হবেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহের গোচর সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে শুভ ও অশুভ প্রভাব ফেলে। আসলে প্রতি মাসেই বেশ কিছু গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করে থাকেন। অক্টোবর মাস শুরু হতে আর মাত্র কটা দিন বাকি। আর অক্টোবর মাস শুরু হতে না হতেই বড় বড় গ্রহগুলি রাশি পরিবর্তন করতে চলেছেন। এর মধ্যে আগামী ৩ অক্টোবর, ২০২৩ তারিখে তুলা রাশিতে পাড়ি দিতে চলেছেন মঙ্গল। এর ফলে দুটি রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে উপকৃত হবেন।
advertisement
advertisement
শক্তির আধার মঙ্গল: বলে রাখা ভাল যে, জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। কোনও ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল শক্তিশালী হলে সেই ব্যক্তির শক্তিও বৃদ্ধি পায়। মঙ্গলকে আবার লাল গ্রহও বলা হয়। মকর রাশিতে উচ্চ এবং কর্কট রাশিতে নিম্নে থাকেন মঙ্গল গ্রহ। এই সময় মঙ্গল গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছেন। এর পরে অক্টোবর মাসে তিনি তুলা রাশিতে গোচর করবেন। এই পরিস্থিতিতে দুটি রাশির জাতক-জাতিকা কর্মজীবনে নিজেদের ইচ্ছানুরূপ সাফল্য অর্জন করতে পারবেন।
advertisement
মকর রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহ এই রাশিতে উচ্চতর স্থানে থাকেন। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা সর্বদা শুভ ফল লাভ করতে পারেন। তুলা রাশিতে মঙ্গল গোচরের কারণে তিনি মকর রাশির আয়ের ঘর দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবন এবং ব্যবসায় নিজেদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। শুধু তা-ই নয়, জ্যোতিষীদের বিশ্বাস, আয়ের ঘরে বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য থাকলে জাতক-জাতিকার জীবনে অর্থের কোনও অভাব হয় না। ফলে এই সময় জাতক-জাতিকার জীবনে আসবে টাকা-পয়সার প্রাচুর্য।
advertisement
ধনু রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গোচরের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা নিজেদের কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস, কেরিয়ারের ঘরে সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র থাকলে জাতক-জাতিকার জীবনে প্রচুর সাফল্য আসে। এই ঘরে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতক-জাতিকারা কর্মজীবনে উচ্চ অবস্থান অর্জন করেন। একই সঙ্গে এর জেরে ব্যবসায়ীরাও সুবিধা পাবেন। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ এই সময়ের মধ্যে পাওয়া যাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)