Auspicious Dates: এপ্রিলের এই দিন পর্যন্ত খরমাস, কবে থেকে শুরু করতে পারবেন শুভকাজ? দেখে নিন এই বছরের শুভদিনের তালিকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, গত ১৪ মার্চ কুম্ভ থেকে মীন রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে শুরু হয়েছে খরমাস এবং এই খরমাস আগামী ১৩ এপ্রিল, ২০২৪ তারিখে শেষ হবে।
কলকাতা: আমাদের দেশে বিভিন্ন শুভ অনুষ্ঠান নিয়মরীতি মেনে পালন করার রেওয়াজ রয়েছে। বিশেষ করে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি বিশেষ বিশেষ দিন ছাড়া করা শুভ নয় এমন বিশ্বাস দেশের অনেক স্থানেই মেনে চলা হয়। বিশেষ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে, খরমাসে কোনও শুভ কাজ করা হয় না। সেই কারণে খরমাস পড়লে বিবাহ, গৃহপ্রবেশের মত শুভ কাজের জন্য এক মাস অপেক্ষা করতে হয়। গত ১৪ মার্চ সূর্যের কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশের মাধ্যমে খরমাস শুরু হয়েছে, এই খরমাস শেষ হবে আগামী ১৩ এপ্রিল। এই পরিস্থিতিতে, আগামী ১৩ এপ্রিলের পরেই যাবতীয় শুভ কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, খরমাস গত ১৪ মার্চ কুম্ভ থেকে মীন রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে শুরু হয়েছে এবং এই খরমাস আগামী ১৩ এপ্রিল, ২০২৪ তারিখে শেষ হবে। এই পরিস্থিতিতে, আগামী ১৩ এপ্রিলের পরেই যাবতীয় শুভ কাজ শুরু করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, খরমাসের সময় করা শুভ কাজও ব্যক্তিকে অশুভ ফল দিতে পারে। এমন পরিস্থিতিতে, অশুভ ফল এড়াতে এই সময়ের মধ্যে যে কোনও শুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত।
advertisement
২০২৪ সালে বিবাহের জন্য শুভ সময়
advertisement
এপ্রিল, ২০২৪- বিবাহের জন্য শুভ সময় ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮ এপ্রিল। (মোট ১০ দিন)
জুলাই, ২০২৪- ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এবং ১৭ জুলাই বিবাহের জন্য শুভ সময় হয়ে উঠছে। (মোট ৯ দিন)
নভেম্বর, ২০২৪- ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর বিবাহের জন্য শুভ বলে মনে করা হয়েছে। (মোট ৭ দিন )
advertisement
ডিসেম্বর, ২০২৪- ২, ৩, ৪, ৫, ৯, ১০, ১১, ১৩, ১৫ বিবাহের জন্য শুভ হবে। (মোট ৯ দিন)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 6:08 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Auspicious Dates: এপ্রিলের এই দিন পর্যন্ত খরমাস, কবে থেকে শুরু করতে পারবেন শুভকাজ? দেখে নিন এই বছরের শুভদিনের তালিকা