Astrological Tips: শুভ কাজে যাচ্ছেন? সপ্তাহের কোন দিন কোন দিকে যাত্রায় সাফল্য আসবেই? জানুন জ্যোতিষ টিপস

Last Updated:

Astrological Tips: কোনও গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজে যদি অন্য কোথাও যেতে হয়, তাহলে সবার আগে ‘যাত্রা মুহূর্ত’ দেখা হয়।

সবার আগে ‘যাত্রা মুহূর্ত’ দেখা হয়
সবার আগে ‘যাত্রা মুহূর্ত’ দেখা হয়
সনাতন ধর্মে শুভ কাজে দিক এবং দিকনির্দেশনার গুরুত্ব রয়েছে। অর্থাৎ কোন দিন এবং কোন সময় ঘর থেকে বের হওয়া উচিত, সেটা দেখা হয়। বিশেষ করে শুভ সময়। এটা মাথায় রেখেই শুভ কাজ শুরু করেন বিশ্বাসীরা। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।
কোনও গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজে যদি অন্য কোথাও যেতে হয়, তাহলে সবার আগে ‘যাত্রা মুহূর্ত’ দেখা হয়। সোজা কথায়, বাড়ি থেকে কোন সময় বেরনো শুভ হবে, দেখা হয় সেটাই। তাই গুরুত্বপূর্ণ বা শুভ কাজের জন্য যাত্রা করতে হলে, কোন দিনে যাত্রা ইতিবাচক এবং কোন দিকে যাত্রা ইতিবাচক শক্তি বা সাফল্য দেবে, সেটা বিচার করা উচিত।
advertisement
বেরনোর আগে দেখতে হবে: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুভ কাজে বেরোনোর আগে বেরোনোর শুভ মুহূর্ত দেখে রাখতে হয়, যে কোন দিন কোন দিকে যাত্রা তাঁর জন্য শুভ হবে। এই বিষয়ে কামেশ্বর সিং দ্বারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. কুণাল কুমার ঝা বলেছেন, “বাড়ি থেকে বেরনোর আগে শুভ মুহূর্ত দেখতে হবে। কোন দিকে আপনি যেতে চান। তার জন্য শুভ দিন রয়েছে। ওই দিন ওই দিকে যাত্রা করলে আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন”।
advertisement
advertisement
আরও পড়ুন : বেতনবৃদ্ধি, নতুন চাকরি, বিদেশভ্রমণ, নতুন প্রেম, সুখী দাম্পত্য! ফলহারিণী অমাবস্যায় সৌভাগ্যের আলোয় নতুন জীবন এই ৫ রাশির
এই দিন এই দিকে যাত্রা শুভ: ডক্টর কুণাল কুমার ঝা-এর মতে, রবিবার এবং শুক্রবার পূর্ব দিকে যাত্রা শুভ বলে মনে করা হয়। মঙ্গল ও শনিবার দক্ষিণ দিকে যাত্রার পরামর্শ দেওয়া হয়। শুক্র ও সোমবার পশ্চিম দিকে ভ্রমণ শুভ। বৃহস্পতিবার উত্তর দিকে যাত্রাকে শুভ বলে মনে করা হয়।
advertisement
ধরা যাক, কাউকে গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ বেরতে হবে। তাড়াহুড়োর কারণে যাত্রার শুভ মুহূর্ত দেখার সময় নেই। এই পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দিন অনুযায়ী সেই দিকে যাত্রা শুরু করতে পারেন। এটা শুভ বলে ধরা হয়। যাত্রাপথে কোনও রকম বাধা বা নেতিবাচক শক্তি বাধা হয়ে দাঁড়াবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrological Tips: শুভ কাজে যাচ্ছেন? সপ্তাহের কোন দিন কোন দিকে যাত্রায় সাফল্য আসবেই? জানুন জ্যোতিষ টিপস
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement