Astrological Tips: সংসারের অমঙ্গল এড়াতে ভুলেও ঠাকুরঘরে এইসব মূর্তি রাখবেন না, সতর্ক করছেন জ্যোতিষী!

Last Updated:

Astrological Tips: এমন কিছু দেব-দেবী রয়েছেন, যাঁদের মূর্তি ঘরে রাখলে ভক্তরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ওইসব দেবদেবীর মূর্তির তেজ এতটাই বেশি হয় যে, তা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে থাকে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাস্তুশাস্ত্রে উল্লিখিত রয়েছে যে, প্রতিদিন ধূপকাঠি জ্বালিয়ে পূজা করলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঘরে সুখ শান্তি আসে। তবে এমন কিছু দেব-দেবী রয়েছেন, যাঁদের মূর্তি ঘরে রাখলে ভক্তরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ওইসব দেবদেবীর মূর্তির তেজ এতটাই বেশি হয় যে, তা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে থাকে। তাহলে কোন কোন মূর্তি ঘরে রাখা উচিত নয়? সেটাই জেনে নেওয়া যাক উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে।
ভুল করেও এইসব মূর্তি মন্দিরে রাখা চলবে না…
১. হিন্দু ধর্মে ভগবান শঙ্করকে বিশেষ ভাবে পূজা করা হয়। অনেকে বাড়িতে তাঁর ছবি রেখে পূজা করেন। কিন্তু ভগবান শিবের নৃত্যরত মূর্তি অর্থাৎ তাঁর নটরাজ ভঙ্গির মূর্তি বাড়ির ঠাকুরঘরে রাখা কখনওই উচিত নয়। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান শঙ্কর যখন অত্যন্ত কুপিত হন, তখনই তিনি নৃত্য করেন।
advertisement
advertisement
২. বাড়িতে ভগবান গণেশের একটিমাত্র মূর্তিই রাখা উচিত। আর সেই মূর্তিটিকে দেবী লক্ষ্মীর বাম দিকে রাখতে হবে। দেবী লক্ষ্মীর ডান দিকে দেবী সরস্বতীকে স্থাপন করতে হবে। তবে বাড়ির ঠাকুরঘরে কখনওই ভগবান গণপতির দণ্ডায়মান কিংবা নৃত্যরত মূর্তি রাখা উচিত নয়।
আরও পড়ুন : কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে! কমবে অসহ্য গরম! জানুন স্বস্তির পূর্বাভাস ও দিনক্ষণ
৩. শনি মহারাজকে ন্যায়ের দেবতাদের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। তবে শনিদেবের ছবি কখনওই বাড়িতে রাখা উচিত নয়। কারণ ভগবান শনির চোখের দিকে তাকালে মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসে। এর পাশাপাশি শনিদোষও হতে পারে।
advertisement
৪. বাস্তুশাস্ত্র অনুসারে, রাহু বা কেতুর মূর্তি তখনই ঠাকুরঘরে রাখা উচিত, যখন ভক্ত নবগ্রহের পূজা করছেন। আসলে রাহু বা কেতুর মূর্তি কখনও একাকী রাখা উচিত নয়। এমনটা করলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrological Tips: সংসারের অমঙ্গল এড়াতে ভুলেও ঠাকুরঘরে এইসব মূর্তি রাখবেন না, সতর্ক করছেন জ্যোতিষী!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement