Astrology| Solar Eclipse 2023|| সূর্যগ্রহণে ঠিক কী করা উচিত? বাঁকুড়ার জ্যোতিষ গ্রাম কী বলছে? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Solar Eclipse 2023: সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া বেশিরভাগ শিশুই রক্ত সংক্রান্ত রোগে ভুগছে। তাদের বিভিন্ন সময়ে চর্মরোগ, শ্বেতী এবং রক্তাল্পতা দেখা গেছে।
কাপিস্টা: আগামীকাল সূর্য গ্রহণ এবং এই সূর্য গ্রহণে কি করবেন কি করবেন না এই সবকিছুই সরাসরি জেনে নিন বাঁকুড়া জেলার জ্যোতিষগ্রাম কাপিষ্ঠার স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায় কী বলছেন…
পাক পাত্র পরিত্যাগ:
ভুল করেও গ্রহণের সময় অপরিষ্কার পাত্রে খাওয়া-দাওয়া করা চলবে না। আগেকার দিনে গ্রহণ হলে বর্জন করা হত মাটির পাত্র কিন্তু বর্তমানে স্টিলের থালাবাসন বা কাঁচের প্লেট ব্যবহৃত হয় বেশিরভাগ। জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি জানিয়েছেন গ্রহণ চলাকালীন খাবারের থালা বাটি গ্লাস সবই মেজে রেখে দিতে হবে এবং গ্রহণ ছাড়ার পর সেই পাত্রগুলি ব্যবহার করা যাবে। গ্রহণের সময় খাদ্য গ্রহণ করলে হতে পারে সমস্যা।
advertisement
advertisement
মনের শুদ্ধিকরণ:
আরও পড়ুনঃ প্রবল গরমে কাতরাচ্ছে মানুষ, তীব্র কষ্টে ভুগছে হরিহরপাড়া, কীসের কষ্ট?
সূর্যগ্রহণ হলে সূর্যালোকের একাংশ পায় না মানুষ। এই আঁধারে মনের মধ্যে বাসা বাঁধে নানা অশুভ শক্তি। দুর্বল হয়ে যায় মানুষের উদার মন। অশুভ বা নেগেটিভ এনার্জি থেকে রেহাই পেতে বিভিন্ন ধরনের ধার্মিক চর্চা করতে হবে সূর্য গ্রহণ চলাকালীন। ধর্মচর্চা করলেই মনে বাসা বাঁধতে পারবেনা অশুভ শক্তি এমনটাই বলছেন জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি।
advertisement
শারীরিক শুদ্ধি:
গ্রহণ চলাকালীন মনে করা হয় যে বিভিন্ন রকমের জীবাণু শক্তিশালী হয়ে পড়ে। অপরদিকে সূর্যালোক না পাওয়ায় শিথিল হয়ে আসে স্নায়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বিশেষ ধর্মগ্রন্থ পাঠ, ঠাকুরের নাম গান বা গঠনমূলক কাজের হৃদয়কে স্থাপন করলেই কোনরকম শারীরিক ক্ষতি হবে না গর্ভে থাকা সন্তানের এবং মায়ের।
advertisement
খাদ্য পরিত্যাগ:
গ্রহণ চলাকালীন শরীরে দানা বাঁধে অশুভ শক্তি তাই এই সময় খাদ্য গ্রহণ করলে শক্তিশালী হয়ে ওঠে সেই নেগেটিভ এনার্জি গুলি। তাই প্রাচীন কাল থেকেই গ্রহণের সময় খাদ্য ও পরিত্যাগ করে আসছেন মানুষজন। এমনটাই করতে বলছেন জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি।
গ্রহণকালীন জন্মগ্রহণ:
জ্যোতিষ চর্চার বিশেষ পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া বেশিরভাগ শিশুই রক্ত সংক্রান্ত রোগে ভুগছে। তাদের বিভিন্ন সময়ে চর্মরোগ, শ্বেতী এবং রক্তাল্পতা দেখা গেছে।
advertisement
প্রতিকার:
আগামীকালকের সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না ভারত বর্ষ থেকে তাই কোন রকম রীতি না মানলেও চলবে। এমনটাই বলছেন বাঁকুড়া জেলার জ্যোতিষগ্রামের বিশিষ্ট জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি।
নীলাঞ্জন ব্যানার্জী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology| Solar Eclipse 2023|| সূর্যগ্রহণে ঠিক কী করা উচিত? বাঁকুড়ার জ্যোতিষ গ্রাম কী বলছে? জানুন