Numerology Suggestions: আপনার বিবাহিত জীবন কেমন কাটবে ? জেনে নিন জন্মতারিখ মিলিয়ে

Last Updated:

দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৪, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

কলকাতা: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৪, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
advertisement
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
এই হিসেবে সংখ্যা ৪ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ১-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে, তাঁরা সংখ্যা ৪-এর পক্ষে খুব একটা উপযুক্ত নয়। কেন?
advertisement
কারণ, সংখ্যা ১–এর অধিপতি সূর্য, সেই জন্যেই-
  • ৪ সংখ্যার অধিপতি রাহু অনেক দূরবর্তী গ্রহ। এঁদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা কম।
  • তাছাড়া, ১ এবং ৪ উভয়েই নিজেদের মৌলিকতা বজায় রাখতে চায়। ফলে ব্যক্তিত্বের সংঘাত অবশ্যম্ভাবী।
  • সংখ্যা ১ ও ৪ প্রায় কখনই কোনও যৌথ সিদ্ধান্তে পৌঁছতে পারে না। ফলে পেশাগত ক্ষেত্রে এমন অংশীদারিত্ব না হওয়াই কাম্য।
  • advertisement
  • দাম্পত্যের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের অভাব তৈরি হয় এই দুই সংখ্যার মধ্য।
  • এই দুই সংখ্যার মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলে দম্পতিকে অবশ্যই নিজেদের সম্পত্তি ও পার্থিব স্বাচ্ছন্দের বিষয়গুলি মাথায় রাখতে হবে।
  • তবে রাজনৈতিক নেতৃ্ত্বের ক্ষেত্রে এই সংমিশ্রণ শুভ প্রমাণিত হতে পারে।
  • শুভ রং: হলুদ ও ধূসর
    দান: দয়া করে আশ্রমে তেল দান করুন
    advertisement
    আবার, সংখ্যা ২, যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে, তাঁরাও সংখ্যা ৪-এর পক্ষে তেমন ভাল সঙ্গী হয়ে না উঠতে পারে না, কারণ-
    • ৪ ও ২-এর মধ্যে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক গড়ে তোলা খুব কঠিন ব্যাপার।
    • ৪ সংখ্যার জাতক জাতিকারা সব সময় বাস্তববাদী ভাবনা চিন্তায় বিশ্বাসী হন। ছক কষে এগোতে পছন্দ করেন। কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। তাঁরা হৃদয়ের কথাই বেশি শোনেন।
    • advertisement
    • ফলে ব্যক্তিগত হোক বা পেশাগত মানসিকতার পার্থক্য এই দুই সংখ্যার মধ্যে একটা দূরত্ব তৈরি করে রাখে।
    • তবে এঁদের বুদ্ধিমত্তায় একটা মিল থাকে। তার জোরেই বিবাহিত দম্পতিরা খানিকটা ঐক্যমত্যে পৌঁছতে পারে। সেখান থেকে সুখী হওয়ার সম্ভাবনা থেকে যায়।
    • এই দুই সংখ্যার জাতক জাতিকারই ভগবান শিবের পূজা করা প্রয়োজন।
    • অনাথাশ্রমে দুধ দানও করা যেতে পারে।
    • advertisement
    • ওষুধ শিল্প, দুগ্ধ ও দুগ্ধজাত, তরল, শিক্ষা, গহনা এবং জলের ব্যবসায় লাভ হতে পারে।
    • শুভ রং: অফ হোয়াইট
      দান : দয়া করে আশ্রমে সাদা চাল দান করুন
      view comments
      বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
      Numerology Suggestions: আপনার বিবাহিত জীবন কেমন কাটবে ? জেনে নিন জন্মতারিখ মিলিয়ে
      Next Article
      advertisement
      'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
      'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
      • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

      VIEW MORE
      advertisement
      advertisement