Money Mantra: আগামিকাল আপনার অ্যাকাউন্টে উপচে পড়বে টাকা নাকি জলের মতো খরচা হবে ? জেনে নিন রাশি মিলিয়ে

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
সরকারি স্তরে সম্মাননা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ঋণ নেওয়া যাবে না, তাতে ঝুঁকি বাড়বে।
advertisement
প্রতিকার: বজরঙ্গবান পাঠ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আটকে থাকা সরকারি কাজ সমাধা করা যেতে পারে। কোনও কিছু বদল করার প্রয়োজন হলে খোলা মনে করতে হবে।
advertisement
প্রতিকার: রাতে হনুমান চালিসা পাঠ করে ঘুমোতে যান।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অকারণ ব্যয় করা যাবে না। হঠাৎ কোনও লাভ হতে পারে। তার ফলে ঈশ্বরবিশ্বাস বাড়বে।
প্রতিকার: ভগবান বিষ্ণুর উদ্দেশে কদলী নিবেদন করুন।
advertisement
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পরিশ্রমের আশানুরূপ ফল পাওয়া সম্ভব হবে। শত্রুরা হতাশ হবে।
প্রতিকার: বিষ্ণু সহস্রনাম জপ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক থাকবে। আটকে থাকা কোনও কাজ গুরুত্ব দিয়ে শেষ করতে হবে।
প্রতিকার: শ্বাসের ব্যয়াম করা জরুরি।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
advertisement
কর্মক্ষেত্রে আধিকারিকদের সহায়তা মিলবে, যেকোনও নতুন প্রকল্পের কাজ শুরু করা যেতে পারে।
প্রতিকার: সূর্য নমস্কার করলে লাভ পাওয়া যেতে পারে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মরত ব্যক্তিদের অধিকার ও সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। অন্যের সেবা করার ইচ্ছে হবে।
প্রতিকার: একটি হলুদ কাপড়ে একটি মুদ্রা, এক টুকরো গুড় ও সাতটি কাচা হলুদ বেঁধে রেললাইনে ছুঁড়ে দিয়ে মন্দিরে যেতে হবে।
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ব্যবসা বৃদ্ধির জন্য করা পদক্ষেপ আশানুরূপ সাফল্য নাও পেতে পারে। শত্রুবিজয় সম্ভব হবে।
প্রতিকার- তুলসি গাছে কাঁচা দুধ নিবেদন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
advertisement
ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে।
প্রতিকার- লক্ষ্মী-নারায়ণ মন্দিরে লাড্ডু নিবেদন করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
কোনও কাজে বিনিয়োগ করার প্রয়োজন হলে অবশ্যই করা উচিত। অকারণ খরচ হতে পারে।
প্রতিকার- গুড় ও ছোলার ডাল ময়দায় মিশিয়ে গরুকে খাওয়ান।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
advertisement
আটকে থাকা কাজ সময়মতো শেষ করা সম্ভব হবে। পরিশ্রম বাড়বে, তার সুফলও মিলবে।
প্রতিকার- নিজের ব্যাগে শ্রীযন্ত্র ও কুবের যন্ত্র রাখুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
অতিরিক্ত কেনাকাটা হয়ে যেতে পারে। খরচ বাড়বে। বিলাসিতায় খরচ বৃদ্ধির সম্ভাবনা।
প্রতিকার- বৃহস্পতিবার দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কলাগাছের পুজো করুন।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আগামিকাল আপনার অ্যাকাউন্টে উপচে পড়বে টাকা নাকি জলের মতো খরচা হবে ? জেনে নিন রাশি মিলিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement