Panjika: পঞ্জিকা ১৬ জুন; দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:

Aaj Ka Panchang, 16 June 2024 By Chirag Daruwalla: নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক ১১ জুুন পঞ্চাঙ্গ সম্পর্কে কী বলছেন তিনি। তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক তিথি-নক্ষত্র, শুভ ও অশুভ মুহূর্ত ইত্যাদি।

চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি
চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি
পঞ্জিকা ১৬ জুন: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক ১৬ জুন-এর পঞ্চাঙ্গ সম্পর্কে কী বলছেন তিনি। তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক তিথি-নক্ষত্র, শুভ ও অশুভ মুহূর্ত ইত্যাদি।
advertisement
তিথি: শুক্লা দশমী
advertisement
নক্ষত্র: চিত্রা
করণ: তৈতিল
পক্ষ: শুক্লপক্ষ
যোগ: বরিয়াণ – রাত ০৮.৫১.৪৭
বার: রবিবার
সূর্য এবং চন্দ্র গণনা:
সূর্যোদয়: ভোর ০৫.১১.৪৩
সূর্যাস্ত: সন্ধ্যা ০৬.৫৮.২৭
চন্দ্রোদয়: দুপুর ০১.৪৮.৫৯
চন্দ্রাস্ত: রাত ০১.০২.১১
advertisement
চান্দ্র রাশি: কন্যা
ঋতু: গ্রীষ্ম
শক সম্বত: ১৯৪৬
বিক্রম সম্বত: ২০৮১
মাস অমান্ত: জ্যৈষ্ঠ
মাস পূর্ণিমান্ত: জ্যৈষ্ঠ
advertisement
অশুভ মুহূর্ত:
রাহু কাল: বিকেল ০৫.১৫.০০৭ থেকে সন্ধ্যা ০৬.৫৮.২৭
যমগণ্ড: দুপুর ১২.০৫.০০৫ থেকে দুপুর ০১.৪৮.২৬
গুলিকা কাল: দুপুর ০৩.৩১.৪৬ থেকে বিকেল ০৫.১৫.০০৭
শুভ মুহূর্ত:
অভিজিৎ: সকাল ১১.৩৮.০০ থেকে দুপুর ১২.৩২.০০
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panjika: পঞ্জিকা ১৬ জুন; দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement