সংসারে অর্থের টানাটানি, মাধ্যমিকে অষ্টম অরিন্দমের স্বপ্ন মহাকাশ গবেষণা
Last Updated:
সাফল্য এসেছে মাধ্যমিকে। মালদা জেলা থেকে প্রথম এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা। কিন্তু তার উচ্চ শিক্ষার পথে বাধা অর্থ।
#মালদহ: সাফল্য এসেছে মাধ্যমিকে। মালদা জেলা থেকে প্রথম এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা। কিন্তু তার উচ্চ শিক্ষার পথে বাধা অর্থ। পেশায় দলিল লেখক বাবার তেমন আয় নেই। দুশ্চিন্তায় মালদার সাহা পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সাহায্যের আর্জি অরিন্দমের বাবা মায়ের।
নীল আকাশ রহস্যে মোড়া। রহস্যভেদে তাই মহাকাশ গবেষক হওয়ার স্বপ্ন অরিন্দমের। স্বপ্ন সফল করতে অক্লান্ত পরিশ্রম। ধরা দিয়েছে সাফল্য। মালদার এ কে ইন্সটিটিউশনের অরিন্দম সাহা এবারের মাধ্যমিকে সার্বিক মেধা তালিকায় অষ্টম ও জেলায় প্রথম স্থান দখল করেছে।
advertisement
advertisement
দুস্থ পরিবারের সন্তান অরিন্দম। দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা। অাকাশ থেকে অর্থ কষ্টের মেঘ সরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প তার গলায়।
দলিল এখন লেখা হয় অনলাইনে। ল্বভাবতই দর কমেছে দলিল লেখরদের। ছেলের ভালো ফলের জন্য আধ পেটা খেয়েও এতদিন রেখেছিলেন চার গৃহ শিক্ষক। কিন্তু এবার কী হবে? ভেবেই আকুল অরিন্দমের বাবা।
advertisement
ছেলের স্বপ্ন সফল করতে সরকারি সাহায্যের আর্জি অরিন্দমের মায়ের।
ছেলে জেদ আর অধ্যাবসায়ের জোরে এগিয়েছে বেশ কিছুটা। মাধ্যমিকের মতো উচ্চ শিক্ষায় সাফল্য আনতেই হবে। অরিন্দমের এই মানসিকতার কাছে ফিকে বাবা মায়ের সংস্থান।
view commentsLocation :
First Published :
June 06, 2018 7:34 PM IST

