মোট ৫৬, কলকাতার ২, দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
Last Updated:
মেধাতালিকা প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ।
#কলকাতা: প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০১৮-র ফলাফল । মেধাতালিকা প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে । দেখে নিন সম্পূর্ণ মেধাতলিকা ।
প্রথম- ৬৮৯
সঞ্জীবনী দেবনাথ
সুনিতি একাডেমি, কোচবিহার
advertisement
দ্বিতীয়-৬৮৮
শীর্ষেন্দু সাহা
সাতগাছিয়া হাইস্কুল, বর্ধমান
তৃতীয়-৬৮৭
ময়ূরাক্ষ্মী সরকার, সুনিতি একাডেমি, কোচবিহার
নীলাব্জা দাস, মৃণ্ময় মণ্ডল
জলপাইগুড়ি জেলা স্কুল
চতুর্থ-৬৮৬
দীপ গায়েন, প্রফুল্লনগর বিদ্যামন্দির, উঃ ২৪ পরগনা
advertisement
পঞ্চম-৬৮৫
অঙ্কিতা দাস, সুনিতি একাডেমি, কোচবিহার
সৌমী নন্দী, গোগরা হাইস্কুল, বাঁকুড়া
শ্রীজা পাত্র, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, বাঁকুড়া
অনীক জানা, শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর
প্রথমকান্তি মজুমদার, কাঁচড়াপাড়া হার্নেট হাইস্কুল
ষষ্ঠ-৬৮৪
সুমিত বাগচী, দিনহাটা হাইস্কুল, কোচবিহার
নিধি চৌধুরী, জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাইস্কুল
অরিত্রিকা পাল, পারুলিয়া কে কে হাইস্কুল
advertisement
প্রতিমান দে, কান্দারা জ্ঞানদাস মেমোরিয়াল হাইস্কুল, বর্ধমান
শ্রুতি সিংহ মহাপাত্র, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল, বিষ্ণুপুর
রৌনক সাহা, নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুল
সপ্তম-৬৮৩
মহাশ্বেতা হোমরায়, মনীন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার
দেবাঞ্জন ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল
অরিন্দম ঘোষ, সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দির
পারমিতা মণ্ডল, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন
সার্থক তালুকদার, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল
advertisement
অষ্টম-৬৮২
দেবস্মিত রায়, রামভোলা হাইস্কুল, কোচবিহার
তাপস দেবনাথ, কামাক্ষ্যাগুড়ি হাইস্কুল, আলিপুরদুয়ার
যমুনা নার্জিস, বংশীহারি হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর
অরিন্দম সাহা, এ সি ইনস্টিটিউশন, মালদা
অনমিত্র মুখোপাধ্যায়, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, বাঁকুড়া
দেবারতী পাঁজা, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল
advertisement
দিশা মণ্ডল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, বাঁকুড়া
প্রেরণা মণ্ডল, চন্দননগর কৃষ্ণভবানী নারীশিক্ষা মন্দির
রূপ সিংহ বাবু, সিমলিপাল মদনমোহন হাইস্কুল বাঁকুড়া
নবম-৬৮১
ঐতিহ্য সাহা, সুনিতি একাডেমি, কোচবিহার
সায়ন্তিকা রায়, বাগডোগরা বালিকা বিদ্যালয়, দার্জিলিং
অম্লান ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ
সায়ন্তন চৌধুরী, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ
মহম্মদ রফিকুল হাসান, মোজামপুর এইচ এস এস বি হাইস্কুল
advertisement
সায়ন নন্দী, বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া
সৌত্রিক শূর, মগরা উত্তমচন্দ্র হাইস্কুল, হুগলি
তন্ময় চক্রবর্তী, সিঙ্গুর মহামায়া হাইস্কুল
সোহম আহমেদ, সুরি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল
সৈকত সিংহ রায়, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া
স্বস্তিক কুমার ঘোষ, কাঁচড়াপাড়া হার্নেট হাইস্কুল
দশম-৬৮০
বৈদুর্য্য বিশ্বাস, মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার
প্রিমরোজ সরকার, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুল
advertisement
সুমন কুমার সাহা, মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার
মীর মহম্মদ ওয়াসিফ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ
অরিত্র সরকার, এ সি ইনস্টিটিউশন
তামান্না ফিরদৌস, বামনগ্রাম এইচ এম এ এম হাইস্কুল
অন্বেষা দেঘুড়িয়া, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল
গৌরব মণ্ডল, বরজোড়া হাইস্কুল
মোনালিসা সামন্ত, ঘোড়াদহ এস সি হাইস্কুল
শুভম রায়, বি কে পি টি টি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়
ইন্দ্রজিত্ মিশ্র, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
অগ্নিভ সিনহা, তমলুক হ্যামিলটন হাইস্কুল
দেবান্যা প্রধান, বাগমারি নারীকল্যাণ শিক্ষাসদন
পবিত্র সেনাপতি, গভঃ স্পনসর্ড মাল্টিপারপস স্কুল ফয় বয়েজ, টাকি হাউজ
Location :
First Published :
June 06, 2018 11:38 AM IST