পেনাল্টি মিস করে বরফের তলায় চাপা পড়ল মেসির আর্জেন্টিনা
Last Updated:
স্পার্টাক স্টেডিয়ামে দেখা গেল না মেসি ম্যাজিক ৷
আর্জেন্টিনা: ১ ( অ্যাগুয়েরো-১৯')
আইসল্যান্ড: ১ ( ফিনবোগাসন- ২৩' )
#মস্কো: স্পার্টাক স্টেডিয়ামে শনিবার দেখা গেল না মেসি ম্যাজিক ৷ পেনাল্টি মিসের পাশাপাশি এদিন অনেক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ লিওনেল অ্যান্ড কোম্পানি ৷ আইসল্যান্ডের মতো প্রথমবার বিশ্বকাপ খেলা একটা টিমের কাছেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল, টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনাকে ৷ ম্যাচ শেষপর্যন্ত ড্র হল ১-১ গোলে ৷
advertisement
শনিবারের পর একটা কথা অন্তত ফুটবলপ্রেমীদের মাথায় ঘুরছেই ৷ সেটা হল রোনাল্ডো পারলেও পারলেন না মেসি ৷ দুর্দান্ত ফ্রি কিকে ফেভারিট স্পেনকেও যেখানে আটকে দিয়েছিলেন সিআরসেভেন ৷ সেখানে অনামী সিগার্ডসন-ফিনবোগাসনদের বিরুদ্ধেও জিততে ব্যর্থ মেসির আর্জেন্টিনা ৷ পেনাল্টি-সহ গোলে কমপক্ষে ১১ বার শট নিলেও তা থেকে গোল করতে ব্যর্থ ‘কিং লিও’ ৷
advertisement
advertisement
আর্জেন্টিনার মহাতারকার হয়তো এটাই শেষ বিশ্বকাপ। তিনি প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বলেন, ‘নাও অর নেভার’। কিন্তু আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হতাশ করলেন মেসি। তিনি পেনাল্টি মিস করলেন। ম্যাচের শেষমুহূর্তে ফ্রি-কিকও নষ্ট করলেন। আর্জেন্টিনাও জয় পেল না। ফলে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়ে গেল জর্জ সাম্পাওলির দল ৷ তুলনামূলকভাবে সহজ গ্রুপে না পড়লে শনিবারের ম্যাচই কিন্তু অশনি সঙ্কেত হতে পারত মেসিদের জন্য ৷
advertisement
Location :
First Published :
June 16, 2018 9:14 PM IST