পোগবার গোলে অস্ট্রেলিয়া বধ ফ্রান্সের
Last Updated:
ফ্রান্স: ২ ( গ্রিজম্যান-৫৮' পেনাল্টি, পোগবা-৮০'), অস্ট্রেলিয়া: ১ ( জেডিন্যাক-৬২ পেনাল্টি)
ফ্রান্স: ২ ( গ্রিজম্যান-৫৮' পেনাল্টি, পোগবা-৮০')
অস্ট্রেলিয়া: ১ ( জেডিন্যাক-৬২ পেনাল্টি)
#কাজান: বিশ্বকাপে জয় দিয়েই শুরু করল ফ্রান্স। গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতল দেশঁ ব্রিগেড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম গোল এল পেনাল্টি থেকে। ভিডিও রেফারির সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত নেন রেফারি। গোল করেন গ্রিজম্যান।
advertisement
advertisement
খুব বেশি সময় অবশ্য গোল ধরে রাখতে পারেনি ফ্রান্স ৷ এর চার মিনিচ পরেই পেনাল্টি পায় অস্ট্রেলিয়াও ৷ দলকে সমতায় ফেরাতে কোনও ভুল করেননি অজি তারকা জেডিন্যাক ৷ উমতিতির হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে সমতা ফেরান সকারুজ অধিনায়ক জেডিনাক। ফরাসিদের জয়সূচক গোল অবশ্য এল ৮১ মিনিটে। বক্সের ভিতর জটলা থেকে পোগবার শট গোলকিপারকে এড়িয়ে বারে লেগে ভিতরে ঢোকে। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার ৷ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা ৷
Location :
First Published :
June 16, 2018 6:32 PM IST