এ বার গুরু হলেন অমিতাভ বচ্চন!
Last Updated:
#মুম্বই: তিনিই বি-টাউনের শাহেনসা ৷ বয়স ৭৫ ৷ এই বয়সে এসেও নিজেকে প্রতিনিয়ত ভেঙেই চলেছেন অমিতাভ বচ্চন ৷ নিজের ক্যারিশ্মা আর স্টারডামে বুঁদ থাকাটা তাঁর ধাতে নেই ৷ বরং নতুন কিছু করার নেশাতেই মেতে রয়েছেন বিগ বি ৷ আর তাঁর এই স্বভাবের কারণেই তিনি হাঁটুর বয়সী নায়কদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন ৷ অভিনয় করে যাচ্ছেন একের পর এক সিনেমায় ৷ আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’-এ অভিনয় করছেন তিনি ৷ আর ওই ছবিতে তাঁর লুক সবাইকে চমকে দিয়েছিল ৷
T 2758 - SYEERA .. !! Narasimha Reddy .. the joy and honour of working with Chiranjeevi Garu .. !! మెగాస్టార్తో పని చేయడం గౌరవం pic.twitter.com/cysNhFBAgG
— Amitabh Bachchan (@SrBachchan) March 29, 2018
advertisement
এই ছবির পাশাপাশি তেলুগু ছবি ‘সাই রা নরসিমহা রেড্ডি’তে অভিনয় করছেন তিনি ৷ আর সেই ছবির ফার্স্ট লুক ট্যুইটারে নিজেই প্রকাশ করেছেন বিগ বি ৷ আর এই ছবিতে তাঁর লুক দেখে চমকে গিয়েছেন সকলেই ৷
advertisement
T 2758 - NIRVAAN .. and the call of the Himalayas .. !! pic.twitter.com/OvGNr6OfAA — Amitabh Bachchan (@SrBachchan) March 29, 2018
‘সাই রা নরসিমহা রেড্ডি’ ছবিটি আসলে একটি বায়োপিক ৷ সিপাহী বিদ্রোহের আগের এই কাহিনির নায়ক নরসিমহা রেড্ডি ৷ যাঁকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা হয়ে থাকে। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী। আর চিরঞ্জীবীর গুরুর চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ইতিমধ্যেই হায়দরাবাদে শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির বেশ কিছু অংশের কাজও করে ফেলেছেন অমিতাভ ৷ তিনি অতিথি চরিত্রে অভিনয় করলেও জানা গিয়েছে, সিনেমার কাহিনি এগিয়ে নিয়ে যাবে বিগ গি অভিনীত চরিত্রটিই।
advertisement
T 2757 -సూపర్ స్టార్ చిరంజీవి అదే ఫ్రేమ్ లో ఒక గౌరవం ఉండాలి pic.twitter.com/E2R2xKnm2C
— Amitabh Bachchan (@SrBachchan) March 28, 2018
চরিত্র ছোট হলেও দক্ষিণী সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন শাহেনসা। কারণ, এই ছবির চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছিল তাঁর। উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে ট্যুইটার পোস্টে লেখেন, ‘সাই রা! নরসিমহা রেড্ডি। চিরঞ্জীবীর সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।’ এর পর শুটিংয়ের কয়েকটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেন, ‘নিরভান… এবং হিমালয়ের ডাক!’
advertisement
বায়োপিকের নতুন এই লুক সম্পর্কে অমিতাভ জানান, নকল চুল আর দাঁড়ি পরে অভিনয়ের অভিজ্ঞতা তেমন ভালো নয়। এ গুলো তাঁর কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এরপর তিনি বলেছেন, আর কখনও নকল চুল-দাঁড়ি পরে অভিনয় করার কোনও ইচ্ছে নেই তাঁর।
view commentsLocation :
First Published :
March 30, 2018 2:58 PM IST