Alipurduar News: বেতনের দাবিতে ফের উত্তাল কোহিনুর চা বাগান
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বেতনের দাবিতে ফের উত্তাল শামুকতলার কোহিনুর চা বাগান। বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও বেতন না মেলায় শুরু হয় বিক্ষোভ। শুক্রবার সকালেও কাজ বন্ধ করে ম্যানেজার রুমের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
#আলিপুরদুয়ার : বেতনের দাবিতে ফের উত্তাল শামুকতলার কোহিনুর চা বাগান। বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও বেতন না মেলায় শুরু হয় বিক্ষোভ। শুক্রবার সকালেও কাজ বন্ধ করে ম্যানেজার রুমের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। কোহিনুর চা বাগানে বর্তমান শ্রমিক সংখ্যা ৮৮৮ জন। গত ২২ নভেম্বর বাগানে শ্রমিকদের বেতন প্রদানের কথা ছিল কিন্তু অর্ধেক শ্রমিকদের বেতন প্রদান করা হলেও অর্ধেক শ্রমিকদের বেতন দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে বেতন প্রদানের কথা ছিল। বেলা গড়িয়ে গেলেও তা না মেলায় ফ্যাক্টরি গেটে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন সকলে। শ্রমিকদের দাবি অবিলম্বে সমস্ত শ্রমিকদের বেতন প্রদান করতে হবে।
শ্রমিকদের আরও অভিযোগ এরিয়ার টাকা এখনও মেলেনি। সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে। এমন মালিক তারা আর চাইছেন না। যদিও এই বিষয়ে কোহিনুর চা বাগানের সহকারী ম্যানেজার শুভ্র চৌধুরী জানান অধিকাংশ শ্রমিকদের বেতন অনলাইনে হয়। তাদের ব্যাঙ্ক আ্যকাউণ্ট হয়ে গিয়েছে। কিছু শ্রমিকের বেতন হয়নি শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পুজোর আগে আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানের ২০ শতাংশ হারে পুজোর বোনাসের দাবিতে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিলেন সমস্ত শ্রমিকরা।
advertisement
advertisement
শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওই চা বাগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করে শামুকতলা থানা। অন্যান্য চা বাগানে বোনাস হয়ে গেলেও কোহিনুরে চা বাগানে বোনাস না হওয়ায় ক্ষোভ জমেছিল শ্রমিকদের মনে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। যদিও পরবর্তীতে বোনাস সমস্যার সমাধান হয়েছিল।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 25, 2022 5:02 PM IST