Alipurduar News: হাতির উপদ্রব রুখতে শামুকতলার ক্রীড়াবিদকে আশ্বাস রেঞ্জ অফিসারের

Last Updated:

হাতির উপদ্রবে মাঠে অনুশীলন বন্ধ অ‍্যাথলেটের। অতঃপর উপায় না পেয়ে বন দফতরের শরণাপন্ন হলেন শামুকতলার ওই অ‍্যাথলেট। হাতির উপদ্রব লেগেই রয়েছে এলাকায়। বক্সার জঙ্গল থেকে প্রায় প্রতিদিন হাতি বেরিয়ে আসছে কুমারগ্রাম ব্লকের শামুকতলা এলাকায়।

+
title=

#আলিপুরদুয়ারঃ হাতির উপদ্রবে মাঠে অনুশীলন বন্ধ অ‍্যাথলেটের। অতঃপর উপায় না পেয়ে বন দফতরের শরণাপন্ন হলেন শামুকতলার ওই অ‍্যাথলেট। হাতির উপদ্রব লেগেই রয়েছে এলাকায়। বক্সার জঙ্গল থেকে প্রায় প্রতিদিন হাতি বেরিয়ে আসছে কুমারগ্রাম ব্লকের শামুকতলা এলাকায়। হাতির উপদ্রবের জন্য শারীরিক অনুশীলন করতে পারছিলেন না এক ক্রীড়াবিদ। আলিপুরদুয়ার জেলার শামুকতলা স্কুলডাঙ্গা এলাকার বাসিন্দা রূপম দেবনাথ। দৌড় প্রতিযোগিতায় জাতীয় স্বর্ণ পদক রয়েছে তার। পাশাপাশি ক‍্যারাটে শেখান তিনি। কিন্তু তার অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতি। প্রতিনিয়ত হাতির উপদ্রবের জন্য বন্ধ রাখতে হচ্ছে অনুশীলন।
চা বলয়, বনবস্তি এলাকায় ঘর ভাড়া নিয়ে অনুশীলন করার সামর্থ হয়না ক্রীড়াবিদদের পক্ষে। তাই মাঠ ভরসা তাদের। সকাল সন্ধ্যা অনুশীলন চালাতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতির উপদ্রব। এলাকার শিশু,কিশোরীদের নিয়ে অনুশীলন চালানোর সময় জঙ্গলে হাতি দেখতে পেয়েছেন তিনি। প্রাণভয়ে সকলকে নিয়ে ছুটে পালান তিনি। এই বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানিয়ে সুরাহা হয়নি বলে রূপম দেবনাথের অভিযোগ। এরপর কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে একটি সার্চ লাইট সহ একধিক দাবি লিখিত ভাবে জানান ওই ক্রীড়াবিদ।
advertisement
আরও পড়ুনঃ সংকোষের শাখা নদীর ওপর সেতুর দাবি বিত্তিবাড়ির বাসিন্দাদের
এই বিষয়টি খবর পেয়ে স্কুলডাঙ্গা এলাকার ক্রীড়াবিদ রুপম দেবনাথের সঙ্গে দেখা করেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তম কুমার সরকার। রূপম দেবনাথের হাতে সার্চ লাইট তুলেন দেন রেঞ্জ অফিসার। পাশাপাশি অনুশীলনের যাতে কোনও অসুবিধে না হয় তা নিয়েও কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকার। আশ্বাস পেয়ে খুশি ক্রীড়াবিদ রূপম দেবনাথ। তিনি জানিয়েছেন রেঞ্জ অফিসার জানিয়েছেন অনুশীলন চালাতে গিয়ে হাতির সামনাসামনি হলে সবার আগে তাকে জানাতে।
advertisement
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির উপদ্রব রুখতে শামুকতলার ক্রীড়াবিদকে আশ্বাস রেঞ্জ অফিসারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement