Alipurduar News: স্বাধীনতার স্মৃতি বয়ে চলা হাটের যা অবস্থা, ব্যবসায়ীরাই বিরক্ত

Last Updated:

হাট সংস্কারের দাবিতে বারবার সরব হয়েও মেলেনি সুরাহা স্বাধীনতা সংগ্রামের সাক্ষী শামুকতলা হাটে। 

+
প্লাস্টিক

প্লাস্টিক টাঙিয়ে চলছে ব্যবসা

#আলিপুরদুয়ার: হাট সংস্কারের দাবিতে বারবার সরব হয়েও মেলেনি সুরাহা স্বাধীনতা সংগ্রামের সাক্ষী শামুকতলা হাটে। যদিও হাটের হাল ফেরেনি বলে অভিযোগ। কয়েকটি শেড তৈরি এবং দু’টি নর্দমা তৈরি ছাড়া কোনও পদক্ষেপ হয়নি বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
আরও পড়ুন Magical Moment : চোখের সামনেই গায়েব যাদুকর, সামনে বসা সকলের মুখ হা
ডুয়ার্সের শামুকতলা হাটের এই অবস্থা নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।অভিযোগ, সামান্য বৃষ্টিতেই হাটে জল কাদা জমে যায়। যার ফলে নাজেহাল হতে হচ্ছে ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের। পানীয় জল সরবারহের ব্যবস্থা নেই। দশ লক্ষ টাকা ব্যয়ে একটি সুলভ শৌচাগার তৈরি হলেও তিন বছর ধরে বন্ধ। হাট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার স্তূপ। নিকাশি ব্যবস্থাও বেহাল।
advertisement
আরও পড়ুন Murshidabad Weather: ঠান্ডায় যেন জমে কুলফি! বুধবার সকাল হতেই মুর্শিদাবাদে থরহরি কম্প
মাছ মাংসের দোকানের ব্যবহৃত জল গড়িয়ে যাচ্ছে চলাচলের রাস্তা দিয়ে।প্রশাসন সূত্রের খবর, আলিপুরদুয়ার পৃথক জেলার মর্যাদা পাওয়ার পরে পৃথক জেলা পরিষদ গঠন হয়েছে।কিন্তু তারপরেও এই হাটের উন্নয়ন হয়নি।সাইমন কমিশন বিরোধী আন্দোলন হয়েছিল এই হাটেই।স্বাধীনতার স্মৃতি রয়েছে এই হাটটিতে।এই ঐতিহ্য ধরে রাখতে হাটটির উন্নয়ন চাইছিলেন ব্যবসায়ীরা।মাঝে হাটটি মার্কেট কমপ্লেক্স গড়ে উঠবে এমন শুনেছিলেন ব্যবসায়ীরা।কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।রোদ,ঝড়ে মাথার ওপর প্লাস্টিক টাঙিয়ে ব্যবসা করতে হয় তাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বাধীনতার স্মৃতি বয়ে চলা হাটের যা অবস্থা, ব্যবসায়ীরাই বিরক্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement