Alipurduar News : এ কী কাণ্ড? জেলাপরিষদের সভাধিপতির ভাইয়ের নাম আবাস যোজনায়, চাঞ্চল্য এলাকা জুড়ে

Last Updated:

Alipurduar News : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকারের ভাই দীপেন সরকারের নাম থাকায় বিতর্ক শুরু হয়েছে।

+
সভাধিপতির

সভাধিপতির ভাইয়ের বাড়ি

#আলিপুরদুয়ার: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকারের ভাই দীপেন সরকারের নাম থাকায় বিতর্ক শুরু হয়েছে। মা এবং ভাইদের পরিবার নিয়ে থাকেন সভাধিপতি। বাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনার। সভাধিপতির ভাই একটি সরকারি চাকরিও করেন। এমন অবস্থাপন্ন বাসিন্দার নাম সরকারি প্রকল্পের তালিকায় থাকায় প্রভাবশালী তত্ত্বের অভিযোগ উঠছে।
যদিও এ নিয়ে সভাধিপতি শীলা দাস সরকারের দাবি, এই সার্ভে তিন-সাড়ে তিন বছর আগে হয়েছিল। আমার ভাই তখন কর্মরত ছিলনা।  ২০২১ সালে চাকরি পায়। যারা সার্ভে করতে গিয়েছিল তাদের কাগজপত্র দেয়নি। এবার ওর নাম উঠেছে। আমি জানিয়েছি,আমাদের ঘর দরকার নেই। নাম থাকলেই যে ঘর পাবে এটা ভিত্তিহীন। যে উপযুক্ত সেই ঘর পাবে। যারা সার্ভে করতে এসেছিল তাঁদের বলেছি ভাইয়ের ঘরের প্রয়োজন নেই।
advertisement
advertisement
সার্ভের লোকজনকে বাড়িতে যেতে মানা করেছি। সভাধিপতি সাফ জানান, একটা ভুল হয়েছে। যা শুধরে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে সভাধিপতি শীলা দাস সরকারের ভাই দীপেন সরকার এর সাফাই সার্ভে কিভাবে হলো জানি না। যাঁরা করেছে তারাই জানে। এই সার্ভে ছেলেখেলা ছাড়া কিছুই নয়। তাঁর সাফাই আবাস যোজনার ঘর দিন দরিদ্ররা পাক সেটা দেখা উচিত। আমি চাকরি করি। ভালো করে তদারকি করা উচিত ছিল।আমার ঘর যাতে না আসে সেজন্য বলেছি। তিনি প্রশ্ন তোলেন ঘর পেলে কোথায় ঘর তৈরি হবে? সেই জায়গা আমার নেই। তাই আমার নাম কেটে দেওয়া উচিত।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News : এ কী কাণ্ড? জেলাপরিষদের সভাধিপতির ভাইয়ের নাম আবাস যোজনায়, চাঞ্চল্য এলাকা জুড়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement